You dont have javascript enabled! Please enable it! 1971.08.14 | দেশপ্রেমিক নাগরিকদের শান্তি কমিটির সাথে সহযােগিতা করার জন্য উদাত্ত আহবান জানান গােলাম আজম - সংগ্রামের নোটবুক

গােলাম আজম
১৪ আগস্ট

আজাদী দিবস কেন্দ্রীয় শান্তি কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক সভার আয়ােজন করে। উক্ত সভায় তিনি বলেন-“পাকিস্তানের দুশমনদের মহল্লায় মহল্লায় তন্ন তন্ন করে খুঁজে তাদের অস্তিত্ব বিলােপ করার জন্য”—দেশপ্রেমিক নাগরিকদের শান্তি কমিটির সাথে সহযােগিতা করার জন্য উদাত্ত আহবান জানান।
তিনি আরাে উল্লেখ করেন- “আল্লাহ না করুন, যদি পাকিস্তান না থাকে তাহলে বাঙালি মুসলমানদের অপমানে মৃত্যু বরণ করতে হবে।”
স্বাধীনতাকামী বাঙালিদের সম্পর্কে বলেন-“কিন্তু এবার পাকিস্তানের ভেতর হাজারাে দুশমন সৃষ্টি হয়েছে। তাই এবারের সংকট কঠিন। কারণ বাইরের দুশমনের চেয়ে ঘরে ঘরে যে সব দুশমন রয়েছে তারা অনেক বেশি বিপদজনক।”

রেফারেন্স: ১৯৭১  ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি-  সাইদুজ্জামান রওশন