গফরগাও রণাঙ্গনে আফসারের সাফল্য
(নিজস্ব সংবাদদাতা প্রেরিত) আমরাতলা (গফরগাঁও) ৩রা নবেম্বর ময়মনসিংহ (সদর দক্ষিণ) ও ঢাকা (সদর উত্তর) মুক্তিবাহিনীর অধিনায়ক আফসার উদ্দিন আহমদের নেতৃত্বে রাজাকার ঘাটিতে এক প্রচন্ড আক্রমণ চালানাে হয়। এ আক্রমণের ফলে জঙ্গী সরকারের পদলেহী ছয়ষট্টি জন রাজাকার নিহত হয়। ঘটনার বিবরণে প্রকাশ, মুক্তি বাহিনীর প্রচন্ড আক্রমণের ফলে প্রথমবারেই ৩০ জন রাজাকার নিহত হয়, ৬ জন অস্ত্রসহ পলায়ন করে, এর ফলে বাকি রাজাকারদের মনােবল ভেঙ্গে যায় এবং তারা আত্মসমর্পনের ভান করে। মমতাজউদ্দীন নামক একজন মুক্তিযােদ্ধা তাদের কাছে গেলে তাকে লক্ষ্য করে বিশ্বাসঘাতকদের একজন গুলী ছুঁড়ে, ফলে আমাদের এই মুক্তিযােদ্ধা শাহদাত বরণ করেন (ইন্না ল্লিাহ……..) এ চরম বিশ্বাসঘাতকতার উপযুক্ত জবাব স্বরূপ মুক্তিযােদ্ধারা বাকি ছত্রিশজন রাজাকারকে খতম করেন। এখানে মুক্তিযােদ্ধারা ১ টি স্টেনগান সহ পঁচিশটা রাইফেল ও বহু গােলাবারুদ উদ্ধার করেন। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায়, কিছুদিন আগে এখানেই চরম বিশ্বাসঘাতকতার বীজ বপন করা হয়েছিল। আমরাতলা এখন সম্পূর্ণ শত্রুমুক্ত।
জাগ্রত বাংলা ১: ৬]
১২ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯