You dont have javascript enabled! Please enable it!

মওলানা মান্নান

২৭ এপ্রিল
পাক বাহিনীর গণহত্যাকে সমর্থনকারী মওলানা মান্নান। গণহত্যাকে সমর্থন করে কয়েকবার বিবৃতিও দিয়েছেন। তিনি ছিলেন বাঙালিদের জন্যে ত্রাসস্বরূপ। এখানে তার একটি বিবৃতির অংশ বিশেষ দেয়া হল…সশস্ত্র অনুপ্রবেশকারী ও । বিচ্ছিন্নতাবাদীদের সমূলে উচ্ছেদ করার উদ্দেশ্যে পূর্ব পাকিস্তানের দেশপ্রেমিক জনগণ আজ জেহাদের জোশে আগাইয়া আসিয়াছে। জনসাধারণের সক্রিয় সহযােগিতায় আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সকল অঞ্চলে দখল কায়েম করিয়া সুদৃঢ়ভাবে তাদের কর্তৃত্ব কায়েম করিয়াছে।”

রেফারেন্স: ১৯৭১  ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি-  সাইদুজ্জামান রওশন