দৈনিক সংগ্রাম
৩০ এপ্রিল
পাক সেনাদের প্রশংসা করে এইদিনে লেখা হয় মাত্র এক মাসের ভিতর আমাদের ঐতিহ্যবাহী পাকসেনারা পূর্ব পাকিস্তানের গােটা ভূখণ্ড নাপাক হিন্দুস্থানী অনুপ্রবেশকারী ও অনুচরদের হাত থেকে মুক্ত করে এ এলাকার জনতাকে দুঃসহ এক অরাজকতার হাত থেকে মুক্তি দিয়েছে।”
উক্ত রচনায় আরাে উল্লেখ করা হয় যারা পূর্ব পাকিস্তানকে ‘বাংলাদেশ’ করেছিল, জিন্নাহ হলকে সূর্যসেন করেছিল, রবীন্দ্রনাথকে জাতীয় কবি করেছিল আর সেই ঠাকুরের ‘আমার সােনার বাংলাকে জাতীয় সঙ্গীত করেছিল তারা। পাকিস্তানী হবার যােগ্যতা সর্বতােভাবে হারিয়েছে বলে কোন পাকিস্তানীই আজ। তাদের সমর্থন যােগাবে না।”
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন