দৈনিক সংগ্রাম
২ মে
“এই দিনে হিন্দুস্তানী সৈন্যের বর্বরতা।—শিরােনামে এক সম্পাদকীয় প্রকাশ করে। এতে মন্তব্য করা হয় যে, ঐ যেখানে যে অঞ্চলেই ভারতীয় সৈন্যরা। অনুপ্রবেশ করছে, সেখানকার জনগণ বাসরুদ্ধকর অবস্থায় আমাদের পাক সেনা। বাহিনীর আগমনের অপেক্ষা করছে। পাকবাহিনীর আগমনে শান্তি ও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।”
এতে আরাে উল্লেখ করা হয় এক শ্রেণীর মানুষ এ দেশের কোটি কোটি মুসলমানের ভাগ্যকে ওপারের হিন্দুদের যথেচ্ছাচারের শিকারে পরিণত করতে চেয়েছিল। এ ধরনের মানসিকতা না থাকলে তারা কিছুতেই হিন্দুস্তানী সৈন্যদের ডেকে এনে এদেশের নিরীহ ও নিরস্ত্র মুসলিম জনসাধারণের উপর জঘন্য ও পাশবিক অত্যাচার চালাতে পারতাে না, দেশের অর্থ সম্পদ লুট করে হিন্দুস্তানে। নিয়ে যেতে হিন্দুস্তানী সৈন্যদের সহযােগিতা করতাে না এবং নিজেদের দেশের ব্রিজ, কালভার্ট, রাস্তা প্রভৃতি গুরুত্বপূর্ণ ও মূল্যবান জাতীয় সম্পদ বিনষ্ট করতে হিন্দুস্তানী সৈন্যদের সহযােগিতায় এগিয়ে আসতাে না।”
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন