You dont have javascript enabled! Please enable it! 1971.04.10 | মাহববুর রহমান - সংগ্রামের নোটবুক

মাহববুর রহমান
১০ এপ্রিল

মাহববুর রহমান ছিলেন একজন মুখ্য স্বাধীনতা বিরােধ। তিনি পাকিস্তান। ন্যাশনাল কাউন্সিল অব ইয়ুথের সভাপতি হিসেবে এক বিবৃতিতে বলেন- “ভারত ইতিপূর্বে যথেষ্ট পরিমাণে উস্কানী দিয়েছে এবং উত্তেজনার সৃষ্টি করেছে, বিশ্ব শাস্তির ক্ষেত্রে বিশ্বের জনগণের এটা আর চালিয়ে যেতে দেওয়া উচিত হবে না।”। “পূর্ব পাকিস্তানের পরিস্থিতি নিয়ে ভারত যা করছে, তা হল জাতিসংঘ সনদ ও বান্দুং নীতির খেলাফ এবং সেই সাথে আমাদের সার্বভৌমত্বের ওপর আক্রমণ। ভারতের বেতারে আমাদের সম্পর্কে মিথ্যা বিদ্বেষপূর্ণ এবং বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ। করা উচিত। কারণ এটা আমাদের দুর্ভাগ্য ও ক্ষতিই বাড়িয়ে তুলেছে।”

রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন