কমপক্ষে ৪৪ জন গ্রামবাসী হত্যা বাড়ী ঘরে অগ্নিসংযোেগ পাকসেনারা শ্রীরামসী গ্রাম ধ্বংস করে দিয়েছে
(স্টাফ রিপাের্টার) সিলেট, ১৫ই অক্টোবর সম্প্রতি জগন্নাথগঞ্জ থানার শ্রীরামসী (শিরামিসি) গ্রামের কমপক্ষে ৪৪ ব্যক্তিকে পাক সেনারা নির্মমভাবে হত্যা করে এবং গ্রামখানি সম্পূর্ণ ভস্মীভূত করে। ঘটনার বিবরণে প্রকাশ, বেশ কিছুদিন আগে সকাল দশটার দিকে ৫ জন রাজাকারকে সঙ্গে নিয়ে ২৯ জন পাক সেনার একটি দল শ্রীরামসী (শিরামিসি) গ্রামের বাজারে আসে শান্তি কমিটি’ গঠনের অজুহাত দেখিয়ে। এরপর কমিটি গঠনের উদ্দেশ্যে স্থানীয় স্কুলশিক্ষক, তহলিদার, পােষ্টামাষ্টার, পিয়ন, দোকানদার এবং জনসাধারণ জনৈক রইসুল্লাহর ঘরে একত্রিত করে এবং রাজাকারদের সহায়তায় উপস্থিত সকলের হাত পা বেঁধে ফেলে। উপস্থিত ব্যক্তিদের আর এই অপূর্ব সমাদরের পরিণতি বুঝতে বাকী রইল না। এরপর পাক সেনারা দু’টি নৌকায় করে নিরীহ গ্রামবাসীদের রহসুল্লাহর বাড়ীর নিকট একটি বাগানের (বাজারের উত্তর পশ্চিমে) কাছে নিয়ে আসে এবং এক নৌকার সমস্ত লােককে গুলী করে হত্যা অপর নৌকাটিকে বর্বর পাক সেনারা বাজার সংলগ্ন জনৈক নজির মিয়ার বাড়ীর পাশের একটি জলাশয়ে ডুবিয়ে দেয়। হাত-পা বাঁধা নিরাপরাধ লােকগুলি অল্প সময়ের মধ্যেই মারা যায়। যাবার সময় পাকসেনারা গ্রামবাসীদেরকে এই মর্মে নির্দেশ দিয়ে যায় যেন নিহতদের দাফন অথবা সৎকার করা না হয়। পরদিন হানাদাররা আবার ঠিক একই সময়ে এই শিরামিসিতে হানা দেয় কিন্তু লােকজন ইতিপূর্বেই অন্যত্র চলে যায়। ফলে লােকজন না পেয়ে পশ্চিমা দস্যুরা পার্শ্ববর্তী রসুলপুর, দীঘির পাড়, কচড়াকেলি এবং ছিক্কা এলাকায় সমস্ত বাড়ীঘর জ্বালিয়ে দেয়। ঐদিন এখানে যারা বর্বর দস্যুদের হাতে প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন ? মিঃ সাদুজ্জামান (সহকারী প্রধান শিক্ষক, শিরামিসি হাইস্কুল), একলাস মিয়া (লন্ডনে বসবাসকারী), আবদুল বারী (লন্ডনে বসবাসকারী), মসদ্দর আলী (লন্ডনে বসবাসকারী) আসাব মিয়া (লন্ডনে বসবাসকারী), নজীর মিয়া, আবদুর রউফ, গেদা মিয়া, মজিদুল, আব্দুল, ছমির আলি, রুসমত আলী, স্থানীয় পােষ্ট মাষ্টার ও পিয়ন, তহসিলদার ও তার পুত্র, মডেল স্কুলের জনৈক হিন্দু শিক্ষক এবং জনৈক ডাক্তার। এছাড়া এখানে শ্বশুরবাড়ী বেড়াতে এসে বিশ্বনাথ থানার বাউশী মৌজার (চক নামে পরিচিত) জনৈক লন্ডনে বসবাসকারী ও পাক জল্লাদের হাতে নিহত হন।
সাপ্তাহিক বাংলা ১: ৪
১১ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯