৬-দফা জাতীয় সংহতি জোরদার করিবে, সাংবাদিক সম্মেলনে শেখ মুজিব
“সম্প্রতি ঘােষিত ৬-দফা কর্মসূচী দেশের উভয় অংশের মধ্যকার সংহতি আরও জোরদার করিবে” গতকল্য বৃহস্পতিবার অপরাহ্নে এখানে এক সাংবাদিক সম্মেলনে বক্তৃতাকালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান উপরােক্ত মন্তব্য করেন।
তাঁহার ৬-দফা কর্মসূচী পাকিস্তানের সংহতি বিনষ্ট করিবে বলিয়া যে অভিযােগ। উত্থাপিত হইয়াছে, শেখ মুজিব উহাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলিয়া বর্ণনা করেন।
সাংবাদিক সম্মেলনে শেখ মুজিব তাঁহার ৬-দফা কর্মসূচীর ব্যাখ্যা ও তৎসম্পর্কে বিভিন্ন পত্র-পত্রিকায় যে সমালােচনা করা হইয়াছে, উহার জবাবদান করেন। তিনি ১৯৪০ সালের ঐতিহাসিক লাহাের প্রস্তাবের বাংলা অনুলিপি পেশ করিয়া বলেন যে, উহার রচয়িতারা দেশের উভয় অংশের দূরত্বের কথা গভীরভাবেই অনুধাবন করিয়াছিলেন।
দেশের উভয় অংশের মধ্যকার দূরত্ব এবং সাম্প্রতিক যুদ্ধ হইতে শিক্ষালাভের উল্লেখ করিয়া আওয়ামী লীগ নেতা বলেন যে, কেবলমাত্র পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের মাধ্যমেই দেশের সংহতি রক্ষা করা সম্ভব।
সংবাদ, ১৮ ফেব্রুয়ারি ১৯৬৬