কষ্ট সহ্য করে এগিয়ে যেতে হবে
-খােন্দকার মােশতাক আহমেদ ২রা নভেম্বর, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী জনাব খােন্দকার মােস্তাক আহমদ বাংলাদেশের মুক্তিসেনাদের। ৯নং সেক্টর পরিদর্শন শেষে মুক্তিযােদ্ধাদের উদ্দেশ্যে এক ভাষণে বলেন, “আমি প্রতিমুহূর্তে উপলব্ধি করছি তােমাদের নিদারুণ কষ্টের কথা, আমি জানি তােমরা ঠিকমত খাওয়া পর্যন্ত পাচ্ছ না। কিন্তু বিদেশ থেকে আমরা যা সাহায্য পাচ্ছি তার পরিমাণ হচ্ছে সামান্য।” অশ্রুভারাক্রান্ত কণ্ঠে তিনি বলেন, “তােমাদের মত আমারও এক ছেলে রণাঙ্গনে যুদ্ধ করছে তার সংবাদ পর্যন্ত আমি জানি না। তােমরাও আমার সন্তানের মত প্রিয়। তােমাদের দেশের মা-বােন, বাপভাইর উপর হানাদাররা অকথ্য নির্যাতন করেছে, একথা মনে রেখেই সমস্ত কষ্ট হাসিমুখে জীবনের পাথেয় বলে মনে করে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে।” তিনি বলেন, “তােমরা শপথ নাও জীবনের বিনিময়েও তােমরা মুক্তিসেনার দায়িত্ব যথাযযাগ্য রক্ষা। করবে।” একথায় মুক্তিসেনারা হাত তুলে শপথ নেয় আবার নতুন করে।
বিপ্লবী বাংলাদেশ । ১ : ১২।
৭ নভেম্বর ১৯৭১।
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯