প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ব্যবহৃত ‘ছদ্ম নামে’র তালিকাঃ
স্বাধীনতা যুদ্ধাকালে, বিশেষত অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে, এই যুব প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে কয়েকটির নাম, অবস্থান, কর্মতৎপরতা এবং আনুষঙ্গিক ঘটনাবলীর খবরাখবর কিছুটা শত্রুপক্ষের গোচরীভূত হয়ে পড়ে। ফলে কিছু সংখ্যক যুব প্রশিক্ষণ কেন্দ্রকে ‘ছদ্মনাম’ ধারণ করতে হয়। নিম্নে যে সব যুব প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে ‘ছদ্মনাম’ ধারণ করতে হয়েছিল, সেগুলোর নাম উল্লেখ করা হলঃ
ক্রমিক | পুরাতন নাম | স্থান | নতুন নাম |
১। | পদ্মা | চড়ইলাম | ক্রিকেট |
২। | মেঘনা | ঐ | গলফ |
৩। | গঙ্গা | গকুল নগর | টেনিস |
৪। | যমুনা | ঐ | হকি |
৫। | মুহুড়ী | হরিণা | ফুটবল |
৬। | তিস্তা | বিজনা | পলো |
৭। | কল্যাণপুর | খোয়াই | সুইমিং |
*বিশেষ প্রয়োজনে ক্যাম্পগুলোর ‘ছদ্ম নাম’ বাংলাদেশের বিভিন্ন নদনদীর নামানুসারে রাখা হয়েছিল।
*মরহুম জনাব এম, এ আজিজ চট্টগ্রামের আওয়ামী লীগের একজন জনপ্রিয় নেতা ছিলেন। সুতরাং যুদ্ধের সময় তাঁর নাম অনুসারে দু’টি যুব প্রশিক্ষণ কেন্দ্রের নামকরণ করা হয়েছিল।