You dont have javascript enabled! Please enable it! 1971.12.06 | সোভিয়েত প্রতিনিধি মিঃ জ্যাকব মালিকের বিবৃতি | জাতিসংঘ ডকুমেন্টস - সংগ্রামের নোটবুক
শিরোনাম সুত্র তারিখ
সোভিয়েত প্রতিনিধি মিঃ জ্যাকব মালিকের বিবৃতি জাতিসংঘ ডকুমেন্টস ৬ ডিসেম্বর,১৯৭১

সোভিয়েত প্রতিনিধি মিঃ জ্যাকব মালিকের বিবৃতি
সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিগন সাধারন পরিষদের নিকট প্রশ্ন ছুঁড়ে দেয়া কে সঠিক বলে মনে করে না।বিষয়টি মুলত সমস্যার সমাধানের এবং হিন্দুস্তান পেনিসুলার মূল যুদ্ধ নিরসনের ইঙ্গিত।এটি মূলত তাদের জন্যই প্রয়োজন যারা পূর্বের মতই সেসব দেশের বিরুদ্ধে মিত্থ্যাচার ও পরোক্ষ সমালোচনা করতে চাইছে যাদের সাথে থাকতে তারা রাজি নয়।তবে এটি পরিষ্কার যে তাদের মূল উদ্দ্যেশ্য যুদ্ধের মূল সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে নেয়া, জল ঘোলা করা ,ইউনাইটেড নেশন্স কে বিহ্বল করা এবং সমস্যার সমাধান বের করাকে প্রতিহত করা।
যারা খসড়া সমাধান কে সমর্থন করেন তারা সাধারন পরিষদের সমাধান ও সুপারিশ সম্পর্কে জানেন যেখানে নিরাপত্তা পরিষদের সুপারিশ বাধ্যতামূলক সিদ্ধান্ত যা দলিলের অধীনে ইউনাইটেড নেশনের সদস্য দ্বারা বাস্তবায়ন করতে হবে এবং বিষয়টির উপযুক্ত সমাধান পাওয়া না জাওয়ায় সেসব দল এখন সাধারন পরিষদের নিকট প্রশ্ন ছুঁড়ছে।তাদের তা করতে দেয়া হোক।যারা এ পথ বেছে নিতে চায় তারা নিতেই পারে।তারা সমস্যা থেকে পিছু হটুক।সোভিইয়েত প্রতিনিধিগন মনে করেন খসড়া সমাধানে সোভিয়েত ইউনিয়নের দেয়া সমাধানের নির্দেশনাই কেবল হিন্দুস্তানের পেনিসুলার সমাধান করতে পারে।
সভাপতি আপনি যেমন বলেছেন সোভিয়েত প্রতিনিধিদল বর্তমানে খসড়া সমাধানের জন্য কোন ভোট চাচ্ছে না।সাধারন পরিষদ বিষয়টি সমাধান করতে পারুক আর না পারুক আমরা অন্যান্য প্রতিনিধিদের সাথে আলোচনা করতে চাই।আমরা কাজ অব্যাহত রাখব এবং আমরা সঠিক কারণকে এবং আমাদের অবস্থানকে সমর্থন করে যাবো।
আমি আমার পুরনো বন্ধু,সৌদি আরবের প্রতিনিধি মিঃ ব্রুডি এর করা কিছু মন্তব্যের সাথে সামঞ্জস্য রেখে কিছু কথা বলতে চাই।তিনি পরিষদকে জানিয়েছেন তাকে বিভিন্ন অনুষ্ঠানে বাল্টিক স্টেটের প্রতিনিধিগন আমন্ত্রন জানিয়েছেন।বিশ্বাস করবেন না মিঃ বারুডি।তারা বাল্টিক প্রজাতন্ত্রের প্রতিনিধি নয়,তারা সেসব রাষ্ট্রের জন্য প্রতারক।তারা হিটলারের জন্য কাজ করেছে,এখন যারা তাদের অধিক অর্থ দিচ্ছে তাদের জন্য কাজ করছে।তারা গোপন সংস্থার জন্য কাজ করছে।তাদের দিয়ে সোভিয়েত ইউনিইয়ন এবং বাল্টিক প্রজাতন্ত্রের জনয় জঘন্য কাজ করিয়ে নেয়া হয়েছে।তাই তাদের সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্ক ছিন্ন করুন মিঃ বারুডি।
আপনি যদি খাঁটি মানুষদের সঙ্গ গ্রহন করতে চান,বাল্টিক প্রজাতন্ত্রের প্রতিনিধি হিসেবে আমি আপনাকে সহায়তা করতে পারি।সাধারন পরিষদের ছাব্বিশতম সেশনে সোভিয়েত প্রতিনিধিদলের মিশনে লিথুনিয়ান জনগনের একজন প্রতিনিধি রয়েছেন যার সাথে আমি আগামিকাল আপনাকে পরিচয় করিয়ে দিতে পারি।আমি আজ আপনাকে তার কার্ড ও দিতে পারি।তিনি লাতভিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের ডেপুটি মিনিস্টার এবং আমি আপনাদের একসাথে এনে পরিচয় করিয়ে দিতে পেরে খুবি আনন্দিত হব।