শিরোনাম | সুত্র | তারিখ |
তৃতীয় কমিটির প্রতিবেদনের উপর জাতিসংঘের সাধারন পরিষদ কর্তৃক গৃহীত প্রস্তাব | জাতিসংঘ ডকুমেন্টস | ৬ ডিসেম্বর,১৯৭১ |
তৃতীয় কমিটির প্রতিবেদনের উপর জাতিসংঘের সাধারন পরিষদ কর্তৃক গৃহীত প্রস্তাব,১৯৭১
পূর্ব পাকিস্তানের শরণার্থীদের প্রতি ইউনাইটেড নেশনস ফোকাল পয়েন্ট এর মাধ্যমে ইউনাইটেড নেশনস এর সহায়তা এবং পূর্ব পাকিস্তানের প্রতি ইউনাইটেড নেশনস এর মানবিক সাহাজ্য।
সাধারন পরিষদ,
ভারতে পুর্ব পাকিস্তানের শরণার্থীদের জন্য ফোকাল পয়েন্ট হিসেবে আন্তর্জাতিক ত্রান সাহায্য সমন্বয়কারী হিসেবে ইউনাইটেড নেশনস এর হাই কমিশনারের প্রতিবেদন পর্জবেক্ষনপুর্বক
পুর্ব পাকিস্তানের প্রতি ইউনাইটেড নেশনস এর ত্রান সহায়তা কর্মসুচির সাধারন সচিব এর প্রতিবেদন ও উল্লেখপুর্বক
প্রতিকূল অবস্থায় কাজ করবার জন্য সাধারন সচিব,হাই কমিশনার এবং তাদের কর্মচারিদের প্রতি সম্মাননা জানাতে ইচ্ছুক
সাম্প্রতিক সঙ্কটে পুর্ব পাকিস্তানের জনগনের ক্রমবর্ধমান ভোগান্তি এবং এর ফলাফল নিয়ে গভীর উদ্বিগ্ন
ভারতের উপর এসে পড়া অতিরিক্ত ভার এবং ওই এলাকার আর্থিক ও সামাজিক উন্নয়নের ব্যাঘাত ঘটা নিয়েও উদ্বিগ্ন
উক্ত সঙ্কটে উদ্ভূত চাহিদা মেটাতে আন্তর্জাতিক গোষ্ঠীদের দ্রুত সাড়া এবং বেসরকারি সংস্থাগুলোর ত্রান সাহায্য তুলতে সহায়তা করাকেও প্রশংসার সাথে উল্লেখ করে
শরণার্থী সমস্যার একমাত্র কার্জকরি সমাধান হিসেবে প্রত্যাবাসন এবং সকল চিন্তাবিদদের নিকট গ্রহণযোগ্য অনুধাবনপুর্বক
শরনার্থিদের সেচ্ছাসেবী প্রত্যাবাসন তখনি সম্ভব যদি আত্মবিশ্বাসের পরিবেশ সৃষ্টি করা যায় এটি বিশ্বাসপুর্বক
পরবর্তীতে বিশাল আকারে পুর্ব পাকিস্তানের জনগন ও ভারতীয় শরনার্থীদের প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক সাহাজ্য প্রয়োজন হতে পারে অনুধাবন করে
১)এসব এলাকার জনগনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে
২)শরনার্থীদের জন্য ইউনাইটেড নেশন্স এর হাইকমিশনের সাধারন সচিবের পদ কে ভারতে পুর্ব পাকিস্তানের শরনার্থীদের ইউনাইটেড নেশনের মাধ্যমে ইউনাইটেড নেশন রিলিফ অপারেশন পরিচালনার জন্য ফোকাল পয়েন্ট হিসেবে অনুমোদন দিচ্ছে
৩)সাধারন সচিব এবং হাইকমিশনার কে আন্তর্জাতিক সহায়তা সমন্বয় বজায় রাখতে এবং তা যেন দুর্দশাগ্রস্থদের সর্বোচ্চ সহজোগীতায় ব্যাবহার হয় তার প্রতি লক্ষ্য রাখতে অনুরোধ জানাচ্ছে
8)ভারতের সরনার্থী ও পুর্ব পাকিস্তানের আক্রান্ত জনগনের দুর্দশা লাঘব এর জন্য সরকারী,আধা-সরকারী এবং বেসরকারী সংস্থা গুলোকে সরকারের সাথে একত্র হয়ে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ভূমিকা পালনের আবেদন জানাচ্ছে
৫)ইউনাইটেড নেশনের উদ্দেশ্য এবং নীতি অনুযায়ী,শরনার্থীদের প্রত্যাবাসনের জন্য দ্রুত এবং সেচ্ছাসেবী উদ্যোগ নেবার জন্য সকল সদস্য কে জরুরি আহবান জানাচ্ছে
মানবিক কারনে এহেন নজিরবিহীন সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক গোষ্ঠীর নেয়া বড় ধরনের ভুমিকা বিবেচনা করে
শরণার্থীদের ক্রমবর্ধমান ভোগান্তিকর পরিস্থিতির তীব্রতা সম্পর্কে অবগত হয়ে
সাধারন পরিষদের সভাপতির এই মর্মে বিবৃতি দেয়া উচিত বলে সুপারিশ করছে –
১)আন্তর্জাতিক গোষ্ঠীর উদ্বেগ যারা ভারতে পুর্ব পাকিস্তানের শরনার্থী সমস্যার মত জটিল বহুমাত্রিক পরিস্থিতির সম্মুখীন খুবই কম হয়েছে
২)সাধারন সচিব ও তার অনুগতদের সহায়তা করার লক্ষ্যে ও পুর্ব পাকিস্তানের জনগন ও শরনার্থিদের জন্য অসাধারণ মানবিক কর্মকান্ডের জন্য ইউনাইটেড নেশন এর হাইকমিশনের ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করার জন্য সরকার এবং সংস্থা গুলোর সেচ্ছাসেবী কর্মকান্ড চলমান রাখা
৩)গভীর শরনার্থী সমস্যার একমাত্র সমাধান তাদের নিরাপদ প্রত্যাবাসন যা একটি অনুকুল পরিবেশ কামনা করে এবং এর জন্য প্রয়োজন সকল মঙ্গলকামীদের ইউনাইটেড নেশন এর নীতির উদ্দীপনায় একসাথে কাজ করা