শিরোনাম | সূত্র | তারিখ |
জাতিসংঘ সাধারন পরিষদের তৃতীয় কমিটিতে নেদারল্যান্ডস ও নিউজিল্যন্ডের সংশোধিত খসড়া প্রস্তাব | জাতিসংঘ ডকুমেন্টস | ১৮ নভেম্বর, ১৯৭১ |
জাতিসংঘের সাধারন সম্মেলনের তৃতীয় কমিটিতে নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের জমা দাওয়া পুনঃব্যবহৃত খসড়া রেজল্যুশন, ১৮ নভেম্বর, ১৯৭১
সাধারন সম্মেলন,
জাতিসংঘের শরনার্থী হাই কমিশনের ভারতে পূর্ব পাকিস্তানের শরনার্থীদের জন্য আন্তর্জাতিক ত্রান সহায়তার সমন্বয়ে তার কার্যক্রমের উপর তৈরী করা রিপোর্টের উল্লেখ করেঃ
পূর্ব পাকিস্তানের জনগণের জন্য জাতিসংঘের ত্রান সহায়তা কর্মসূচির মহাসচিবের তৈরী করা রিপোর্টও উল্লেখ করেঃ
শরনার্থী মহাসচিব এবং হাই কমিশনারকে ও তাদের কর্মচারীদেরকে কঠিন পরিস্থিতিতে তারা যে কাজ করেছেন সে জন্য শ্রদ্ধা জানানোর অভিপ্রায়ঃ
মানুষের দুর্ভোগের ব্যপকতা যা পূর্ব পাকিস্তান সংকটের কারনে বৃদ্ধি পেয়েছে এবং এর সম্ভাব্য পরিনতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্নঃ
ভারতের উপর আরোপিত গুরু ভার এবং এই এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন প্রক্রিয়ায় সাধারন পরিস্থিতির বিরুপ প্রভাব নিয়েও উদ্বিগ্নঃ
দূর্ভোগ থেকে পরিত্রানের জন্য তহবিল সংগ্রহে বেসরকারি সংস্থাগুলোর প্রচেষ্টাসহ সংকট থেকে উদ্ভূত প্রয়োজন গুলোর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও উদারভাবে সাড়া দেওয়ার কথা প্রশংসার সাথে উল্লেখ করেঃ
উপলব্ধি করে যে, সেচ্ছায় স্বদেশে প্রেরণ শরনার্থী সমস্যার একমাত্র সন্তষজনক সমাধান এবং এটা সংশ্লিষ্ট সকলের কাছে গ্রহনযোগ্যঃ
বিশ্বাস করে যে, উদ্বাস্তুদের সেচ্ছায় পূনর্বাসনের বিষয়টি শুধুমাত্র তখনি উত্থাপন করা যায় যদি একটি আস্থাপুর্ণ পরিবেশ তৈরী করা হয়ঃ
আশ্বস্ত যে পূর্ব পাকিস্তানের জনগণ এবং ভারতে শরনার্থীদের প্রয়োজন পূরনের জন্য আরো বড় পরিসরে আন্তর্জাতিক সাহায্য প্রয়োজনঃ
১. তাদের প্রতি এর গভীর সহানুভূতি প্রকাশ করে যারা এই এলাকার পরিস্থিতির ভুক্তভূগী।
২. পূর্ব পাকিস্তানের জনগণ এবং শরনার্থীদের দূর্ভোগ থেকে মুক্তি দিতে সকল সরকারি, আন্তঃ সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থার কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্যের জন্য তাদের প্রচেষ্টাকে আরো জোরদার করার, আবেদন।
৮০৩
৩. পাকিস্তান সরকারের কাছে এমন একটি অবস্থা তৈরী করার আবেদন যা স্বেচ্ছায় স্বদেশ প্রেরনকে তরান্বিত করার জন্য প্রয়োজনীয় আস্থার পরিবেশ ফিরিয়ে আনবে।
৪. ভারত সরকারের কাছে একটি ভাল প্রতিবেশীসুলভ পরিবেশ গড়ে তোলার আবেদন যা এলাকায় সৃষ্ট উত্তেজনা কমাবে এবং শরনার্থীদের তাদের ঘরে ফিরে যেতে উৎসাহিত করবে।
৫. শরনার্থী মহা-সচিব এবং জাতিসঙ্ঘের হাই কমিশনারের কাছে তাদের আন্তর্জাতিক সাহায্য সমন্বয়ে তাদের প্রচেষ্টা অব্যহত রাখার এবং এটা পূর্ব পাকিস্তানের জনগণ ও ভারতে শরনার্থীদের দূর্ভোগ সর্বাধিক লাঘবের উদ্দেশ্যে ব্যবহার করার অনুরোধ