২৮ জানুয়ারী ১৯৭২ঃ পিপিপি – আওয়ামী লীগ সহযোগী পর্যায়ে বৈঠক
সকালে শেখ মুজিবের ধান মণ্ডি বাসভবনে সকাল ১০ টায় সহযোগী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের পক্ষে অংশ নেন অল পাকিস্তান আওয়ামী লীগ সাধারন সম্পাদক কামরুজ্জামান, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সাধারন সম্পাদক তাজউদ্দীন আহমেদ, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সহ সভাপতি খন্দকার মোস্তাক আহমেদ ও ডঃ কামাল হোসেন। পিপিপি এর পক্ষে অংশ নেন জালালুদ্দিন আব্দুর রহিম, রফি রাজা, হানিফ রামে, হাফিজ পীরজাদা,শেখ মোঃ রশিদ। আলোচনার ফলাফল কেউ প্রকাশ করেনি পরেরদিন একই স্থানে আবার বৈঠক অনুষ্ঠিত হবে।