শিরোনাম | সূত্র | তারিখ |
পূর্ব বাংলায় পাকিস্তানী সামরিক জান্তার সন্ত্রাসের বিরুদ্ধে ল্যাটিন আমেরিকার পার্লামেন্টের প্রস্তাব | বাংলাদেশ ডিকুমেন্টস | ২৭ আগষ্ট, ১৯৭১ |
২৭ শে আগস্ট ১৯৭১ ভেনেজুয়েলা, সর্বসম্মতিক্রমে কারকাসের ল্যাটিন আমেরিকার পার্লামেন্ট কর্তৃক গৃহীত প্রস্তাব
ল্যাটিন আমেরিকার পার্লামেন্ট
বিশ্বজনীন মানবাধিকার ঘোষনাপত্রের বিধানবলী, জাতিসংঘ এবং আন্তর্জাতিক নীতি ও উদ্দেশ্য কে বিবেচনায় এনে;
জেনোসাইড কনভেনশন /গনহত্যা
জাতি,ধর্ম,ভাষা,ভৌগলিক ও মতাদর্শের সীমা ছাড়িয়ে, মানব সংহতির এই সচেতনতা,
তীব্র নিন্দাপ্রকাশ করই এই নৃশংস ভাবে এই মানবাধিকার লংঘনের, ব্যাপক গনহত্যার, ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উপাদান ও বুদ্ধিজীবিদের বিলোপ সাধনের এবং পাকিস্তানী আর্মি দ্বারা পূর্ব পাকিস্তানের সন্ত্রাসে রাজত্ব কায়েম করার ফলে দেশত্যাগ করে ভারতে শরনার্থী সংখ্যা গিয়ে দাঁড়ায় সাড়ে ৭ লক্ষ এর বেশি।এবং এই দেশত্যাগ অব্যাহত থাকে। যার ফলে সীমান্ত এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে।
পাকিস্তান সরকারের প্রতি আহবান জানানো হয়, কোন প্রকার মানবাধিকার, আইন ও বিচার লংঘন থেকে বিরত থাকার, সামরিক নির্যাতন বন্ধের, বর্তমান সামরিক বিচারের আওতায় থাকা শেখ মুজিবর রহমান কে সম্মাননা প্রদান এবং অবিলম্বে জনগন নির্বাচিত প্রতিনিধি দের সাথে পূর্ববাংলার সমস্যার একটি গ্রহনযোগ্য রাজনৈতিক সমাধান অর্জনের লক্ষ্যে আলোচনা শুরু।
ধারনা করা যায়, এই ধরনের সমস্যা সমাধান সামরিক উপায়ে অর্জন করা সম্ভব না, এবং শরনার্থীদের পর্যাপ্ত নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে নিজ নিজ মাতৃভুমিতে পাঠানোই ছিলো একটি নুন্যতম অপরিহার্য শর্ত।
চিকিৎসার সম্প্রসারনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানানো হয়, পাশাপাশি যেমন সরাসরি আন্তর্জাতিক সংস্থা গুলোকেও। ভারতের আশ্রিত শরনার্থীদের মানুষ হিসাবে গন্য করে এবং পূর্ব বাংলার নিপীড়িত জনগন এর জন্য, একটি দ্রুত রাঝনৈতিক সমাধান লক্ষ্যে পাকিস্তান সরকারের উপর তাদের প্রভাব দূর করা।