শিরোনাম | সূত্র | তারিখ |
আন্তর্জাতিক সমাজ কল্যাণ পরিষদ এর বিবৃতি | ভারত সরকারের প্রেস বিজ্ঞপ্তি | ৭ জুলাই, ১৯৭১ |
আন্তর্জাতিক সমাজ কল্যাণ পরিষদ শরণার্থীদের দুর্দশার প্রতি ক্ষোভ প্রকাশ করে।
সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ইহার আঞ্চলিক সভার সমাপনী বিবৃতিতে আন্তর্জাতিক সমাজ কল্যাণ পরিষদ যে সকল শরণার্থী পূর্ব বাংলা থেকে ভারতে এসেছে তাদের দুর্দশার প্রতি তীব্র ক্ষোভ ও বেদনা প্রকাশ করেছে। বিবৃতিটি তাদের এই এলাকার ব্যাপক রক্তপাতের শিকার হিসাবে বর্ণনা করেছিল।
পরিষদটি পাকিস্তানের দুর্ভাগ্যজনক কাহিনী উল্লেখ করেছে এবং বলেছে যে, মানব জীবণহানি ও করুণ অবস্থার দ্বারা আলোরিত না হয়ে থাকা যে কোন ব্যক্তির পক্ষে কঠিন ছিল। ইহা তার বিভিন্ন কমিটির কাছে শরণার্থীদের জন্য খাদ্য, বস্ত্র ও ঔষধের আবেদন করেছে।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত পরিষদটির মিটিং এ যে দেশগুলো যোগ দিয়েছিল সেগুলো হলোঃ তাইওয়ান, ভিয়েতনাম, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপাইন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কোরিয়া ও ভারত।