You dont have javascript enabled! Please enable it! 1971.06.23 | বাংলাদেশের শরনার্থীদের সমস্যার ন্যায়সঙ্গত ও মানবিক সমাধানের জন্য আফ্রো এশীয় গণ সংগতি সংস্থার প্রস্তাব | এ.এ.পি.এস.ও - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
বাংলাদেশের শরনার্থীদের সমস্যার ন্যায়সঙ্গত ও মানবিক সমাধানের জন্য আফ্রো এশীয় গণ সংগতি সংস্থার প্রস্তাব এ.এ.পি.এস.ও ২৩-২৪ জুন, ১৯৭১

“পূর্ব পাকিস্তানের সমস্যা সমাধানের জন্য অাফ্রো-এশিয়ান মানুষের সংহতি সংগঠন ১৯৭১ সালের জুনে সিরিয়ার দামাস্কাসে অনুষ্ঠিত হয় এবং দশম নির্বাহী কমিটির অধিবেশন এ তা গৃহীত হয়”
জুন ২৩-২৪, ১৯৭১।

এ. এ. পি. এস. ও. মন্ত্রনালয়ের নির্বাহী কমিটির দশম অধিবেশন ১৯৭১ সালের ২৩-২৪ এ জুন অনুষ্ঠিত হয়। দামাস্কাসে, পূর্ব পাকিস্তানের পরিস্থিতি এবং উদ্বাস্তুদের পরিতাপের বিষয় সমস্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

— সাম্রাজ্যবাদ ও শোষনের বিরুদ্ধে অাফ্রো-এশিয়ান জনগন মুক্তির সংগ্রামের তাৎপর্যের জন্য সচেতন হচ্ছে।

মহান মানব বিপর্যয় এর প্রতি দুঃখ প্রকাশ করে যে উপনিবেশবাদ, নব্য-উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, তৃতীয় বিশ্বের জঙ্গি লোকদের উপর অারোপ করা হয়।

নিম্মলিখিত অাদায় অাহ্বান করা হয়ঃ

১) উদ্বাস্তুদের সম্যসার একটি ন্যায়পরায়ণ ও মানব সমাধান দেখতে হবে যাতে তারা উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে সক্ষম হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের মাতৃভূমিতে ফিরে অাসতে পারে।

২) এ. এ. পি. এস. ও. এর মহাসচিব পরিস্থিতির উন্নয়ন অনুসরন করতে অনুরোধ করেন।