You dont have javascript enabled! Please enable it! 1971.06.18 | শরণার্থীদের স্বাস্থ সম্পর্কে লীগ অব রেডক্রস সোসাইটি’র উদ্বেগ প্রকাশ | বাংলাদেশ ডকুমেন্টস - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
শরণার্থীদের স্বাস্থ সম্পর্কে লীগ অব রেডক্রস সোসাইটি’র উদ্বেগ প্রকাশ বাংলাদেশ ডকুমেন্টস ১৮ জুন, ১৯৭১

লীগ অফ রেড ক্রসের পূর্ববঙ্গের শরনার্থীদের স্বাস্থ্য সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ। প্রকাশিত সংবাদ ১৮ জুন ১৯৭১
ডা: লারস ট্রয়েল নামে একজন সুইডিশ মেডিকেল বিশেষজ্ঞকে লীগ অফ রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে ভারতে পাঠানো হয়েছিল ,যিনি পশ্চিমবঙ্গে পাকিস্তান শরনার্থীদের স্বাস্থ্য সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।
ডা: ট্রয়েল তার দুই সপ্তাহ ভারত সফরে পশ্চিমবঙ্গের বিভিন্ন শরনার্থী শিবির ঘুরে দেখেন এবং আজই লীগের সদর দপ্তরে প্রতিবেদন পেশ করেন যা ভারতীয় রেড ক্রস ,সরকারি স্বাস্থ্য অধিদপ্তর ,বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ ,এবং সাহায্য সংস্থাগুলোর প্রতিনিধি বিশেষ করে জাতিসংঘের শরনার্থী সম্পর্কিত হাই কমিশনারের সাথে আলোচনার পর তৈরি করা।
ডাঃ ট্রয়েল প্রতিবেদনে উল্লেখ করেন ভারতীয় স্বাস্থ্য সংস্থা ,রেড ক্রস ও অন্যান্য সংস্থার সাথে মিলিতভাবে কলেরা এবং অন্যান্য অসুখ যেমন টাইফাস ও টাইফয়েড এর প্রাদুর্ভাব ঠেকাতে লড়াই করছে ,তখনই শিবিরের বাজে বর্জ্য ব্যবস্থাপনা ,ক্রমাগত নতুন শরনার্থীদের আগমন ও মৌসুমি বৃষ্টির ফলে পরিস্থিতি জটিল হচ্ছে।
ভারতের ডাক্তার ও সেবিকারা প্রসংশার যোগ্য কাজ করছে ,কিন্তু তাদের সীমাবদ্ধতার রয়েছে। তিনি আরো বলেন ,সেখানে ক্রমাগত ঔষুধ তৈরির জিনিষপত্র ও মেডিকেল সরঞ্জাম প্রয়োজন। যেমন পানিশূন্যতা পূরনে মুখে তরল খাবারের জন্য নল এবং বাচ্চাদের কলেরা রোগে তরল ব্যবহার করার বিশেষ সুচ।
ডাঃ ট্রয়েল বিশেষভাবে উল্লেখ করেন ভারতীয় স্বাস্থ্য সংস্থা খুবই অভিজ্ঞ কলেরা রোগ মোকাবেলায় , সেখানে পর্যাপ্ত ঔষুধ তৈরির সরঞ্জাম এর জাহাজ পাঠানো প্রয়োজন কারন দেশের উৎপাদন ব্যবস্থা বেশিদিন এই চাহিদা মেটাতে পারবে না।
তিনি আরো বলেন , শরনার্থী শিবিরগুলোতে আরো দাতব্য চিকিৎসালয় খোলার প্রয়োজন।
ডাঃ ট্রয়েলের প্রতিবেদন ভিত্তিতে লীগ পর্যালোচনা করছে কিভাবে রেড ক্রস স্বাস্থ্য অবস্থার উন্নতিতে সবোর্চ্চ ভূমিকা রাখতে পারে।