You dont have javascript enabled! Please enable it! 1972.01.28 | তাজউদ্দীন - ভিভি গিরি সাক্ষাতে ভিভি গিরির বানী  - সংগ্রামের নোটবুক

২৮ জানুয়ারী ১৯৭২ঃ তাজউদ্দীন – ভিভি গিরি সাক্ষাতে ভিভি গিরির বানী
ভারতের প্রেসিডেন্ট ভিভি গিরির সাথে বাংলাদেশের অর্থমন্ত্রী সাক্ষাৎ করতে গেলে সেখানে তাদের উদ্দেশে তিনি বলেন ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব পূর্ণ সম্পর্কের মধ্যে কোন সন্দেহের অবকাশ নেই। তিনি বলেন উভয় দেশের জনগণেরও মনোভাব একই। আপনাদের শক্তি আমাদের শক্তি আমাদের শক্তি আপনাদের শক্তি। দুই দেশের সামগ্রিক প্রচেষ্টাই জনগনের কল্যাণে নিবেদিত। তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেন যে নিজেদের স্বার্থেই ক্রমে সকল দেশ বাংলাদেশের স্বাধীনতা মেনে নিবে। বানলাদেশের জন্য ভারত যা করেছে তা মানবতার জন্য করেছে। ভারত ও বাংলাদেশের মৈত্রী জাতিসমুহের বন্ধুত্তের ক্ষেত্রে একটি প্রেরনার উৎস হয়ে থাকবে।