শিরোনাম | সূত্র | তারিখ |
সোভিয়েত ইউনিয়নে অনুষ্ঠিত প্রতিবাদী সভার উপর সাংবাদিক প্রতিবেদন | বাংলাদেশ টুডে | ১৫ অক্টোবর, ১৯৭১ |
সোভিয়েত ইউনিয়নে প্রতিবাদী সভা
ইয়াহিয়ার নিপীড়নে গড়ে ওঠা সংবাদ সমালোচনা
সোভিয়েত সংবাদপত্রগুলো পাকিস্তানের ওপর তাদের আক্রমনকে তীব্র করে তোলে এবং “পাকিস্তানের রাজনৈতিক ও লৌকিক নেতৃবৃন্দ পাকিস্তানি জনসাধারণের ওপর পাকিস্তান কর্তৃপক্ষের পাইকারি দমন নীতির” বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন এক প্রতিবাদী সভায় ব্যাপক বিবরন প্রদান করে।
সরকারী সংবাদ সংস্থা টাস রিপোর্ট করে যে, মস্কোর লেনিন গার্ডে প্রতিবাদী সভাটি অনুষ্ঠিত হয়।
সোভিয়েতে পাকিস্তানের সংবাদ সমালোচনার লক্ষণীয় প্রভাব হিসেবে গত মাসে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মস্কো পরিদর্শন করেন।
২৯ সেপ্টেম্বর পূর্ব বাংলার জনসাধারণের “অবিচ্ছেদ্য অধিকার” রক্ষায় পূর্ব পাকিস্তানে একটি রাজনৈতিক সমাধানের উন্নতিকল্পে সোভিয়েত ইউনিয়ন ও ভারত জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য একটি যৌথ আবেদন জারি করে।
আজ সোভিয়েত কমিউনিস্ট পার্টির পত্রিকা “প্রাভদা,” ভারত থেকে শরণার্থীদের ফিরে যাওয়ার অনুমতি দিয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানায়।
সংবাদপত্রটি ব্যক্ত করে সোভিয়েত সরকার উদ্বদস্তুদের সহায়তা প্রদান করবে এবং আরো বলে,”পূর্ব পাকিস্তান থেকে লাখ লাখ উদ্বাস্তু একটি বাস্তব নাটকের সম্মুখীন হচ্ছে।”
“এই অসহনীয় মর্মান্তিকতা এই মানুষগুলোর সহ্যের বাইরে কিন্তু বিশ্বের প্রগতিশীল লোকদের উদ্বেগের কারন।” এটি বলে।
“পাকিস্তানি কর্তৃপক্ষের কর্মকান্ড লক্ষ লক্ষ বেসামরিক জনসাধারণকে তাদের সম্পত্তি ছেড়ে যেতে বাধ্য করে এবং প্রতিবেশী রাষ্ট্রের কাছে আশ্রয় চাইতে ধিক্কারজনক সার্বজনীন আহ্বান জানায়।”