শিরোনাম | সূত্র | তারিখ |
পূর্ব পাকিস্তানের অবস্থা সম্পর্কিত সোভিয়েত নারী কমিটির বিবৃতি | প্রাভদা উদ্বৃতি: বাংলাদেশ ডকুমেন্টস | ৪ অক্টোবর,১৯৭১ |
গভীর উদ্বেগ প্রকাশ করে সোভিয়েত মহিলা কমিটি একটি বিবৃতি প্রদান করে এবং পাকিস্তানের উন্নয়নের প্রতি শঙ্কা প্রকাশ করে।
প্রতিহংসা,নিপীড়ন, মানবাধিকার ও গনতন্ত্রের প্রাথমিক নীতির লঙ্ঘন পূর্ব পাকিস্তানের নয় মিলিয়ন জনগনকে দেশ ত্যাগে বাধ্য করে।বিপুল সংখ্যক উদ্বাস্তু,গৃহহীন এবং জীবিকা নির্বাহে নিরুপায় জনসাধারণ অনাহার এবং মহামারি মৃত্যুর মতো বিপদের মুখে হতাশায় পরিপূর্ণ হয়। পূর্ব পাকিস্তানের অনেক প্রগতিশীল ব্যক্তি প্রতিহিংসার শিকার হয়।
সোভিয়েত নারীরা বিভিন্ন দেশের মিলিয়নের চেয়েও বেশি সংখ্যক জনগনের আন্দোলনের প্রতি কর্ণপাত করা এবং সর্ব দলীয় পাকিস্তান পিপল্ স লীগের চেয়ারম্যান এম রহমান ও পাকিস্তানের অন্যান্য প্রগতিশীল ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত প্রতিহিংসার অবসানের জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের নিকট আবেদন করে, এবং পূর্ব পাকিস্তানের জনগনের ইচ্ছা,অধিকার ও বৈধ স্বার্থ রক্ষায় উত্থিত সমস্যা নিরসনে একটি রাজনৈতিক বিবৃতি অর্জনের জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহনের জন্য প্রস্তাব করে সেই সাথে উদ্বাস্তুদের অতিসত্তর নিজ মাতৃভূমিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত করে।
(প্রাভদা,মস্কো,অক্টোবর ৪,১৯৭১)