শিরোনাম | সূত্র | তারিখ |
নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভি.ভি. গিরি কর্তৃক আয়োজনিত ভোজসভায় সোভিয়েত জাতিসংঘের সর্বোচ্চ সোভিয়েতের সভাপতিমন্ডলীর সভাপতি এন,ভি, পদগোর্নির ভাষণ | সোভিয়েত তথ্য বিভাগ প্রচারিত পুস্তিকা | ১ অক্টোবর, ১৯৭১ |
.
১৯৭১, ১ অক্টোবর তারিখের নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভি.ভি. গিরি কর্তৃক আয়োজনিত ভোজসভায় সোভিয়েত জাতিসংঘের সর্বোচ্চ সোভিয়েতের সভাপতিমন্ডলীর সভাপতি এন,ভি, পদগোর্নির ভাষণ থেকে
‘…সোভিয়েত জনগণ হিন্দুস্থান উপমহাদেশে কঠিন ও বিপদজনক পরিস্থিতিকে ঘনিষ্ঠভাবে লক্ষ্য করেছেন। আমার মনে করি যে সামরিক সংঘর্ষের দিকে পরিস্থিতি আরও গড়িয়ে যাওয়াকে অবশ্যই ঠেকাতে হবে এবং সেই অঞ্চলের জনসাধারণের ন্যায়সঙ্গত অধিকার ও স্বার্থকে যথোপযুক্ত বিবেচনার মধ্যে রেখে একটি ন্যায়সঙ্গত রাজনৈতিক মীমাংসার মাধ্যমে সেখানে উত্তেজনাকে অপসারিত করতে হবে। সোভিয়েত ইউনিয়ন তার দিক থেকে ভারতের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনায় এরূপ একটি মীমাংসায় উপনিত হবার ব্যাপারে সম্ভাব্য সর্বপ্রকার সহায়তা দান করতে চায়…’