You dont have javascript enabled! Please enable it! 1971.10.07 | হোয়াইট হাউজের  সামনে পূর্ব বাংলার পাকিস্তানী সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহনের আহ্বান। | বাংলাদেশ ইনফরমেশন সেন্টার - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
হোয়াইট হাউজের  সামনে পূর্ব বাংলার পাকিস্তানী সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহনের আহ্বান। বাংলাদেশ ইনফরমেশন সেন্টার ৭ অক্টোবর, ১৯৭১

বাংলাদেশ তথ্যকেন্দ্র
৪১৮ শেওয়ার্ড স্কয়ার
ওয়াশ. ডি সি ২০০০৩
টেলি. ৫৪৭-৩১৯৪
পূর্ববঙ্গে পাকিস্তানিদের সন্ত্রাসী প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ
বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ১৯৭১
১৪-২৪ অক্টোবর থেকে ভারতে নয় মিলিয়ন বাঙ্গালি সম্বোলিত শরণার্থী শিবিরের অনুরূপভাবে ওয়াশিনটোন ডি.সি তে একটি শরণার্থী শিবির খোলা হবে যেন বাংলার জনগণের দুর্দশা থেকে আমেরিকান জনগন দেশে ফিরতে পারে।
বাঙ্গালী এবং আমেরিকান সহানুভূতিশীলদের একটি গ্রুপ শিবিরে বাস করবে (যা নির্মাণ করা হবে অথবা নিষ্কাশন পাইপে) এবং খেয়ে জীবন ধারণের মতো চাল দেয়া হবে।
দশদিন মেয়াদি, প্রতি কার্যদিবসে শিবির থেকে একজন প্রতিনিধিকে হোয়াইট হাউজের পূর্ব গেইটে নিয়ে যাওয়া হবে যেখানে তারা প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে পারবে।
পাকিস্তান সরকারের পূর্ববাংলার সামরিক দখলদারিত্ব মধ্যে ইউ এস এইড ফান্ডের সঞ্চালনের প্রতিবাদে শনিবার, ১৬ অক্টোবর, পাকিস্তান দূতাবাসে বিকল করে দেওয়া পাইপ অবস্থান থেকে একটি বিরাট মিছিলের জন্য পরিকল্পনা করা হয়েছে।
রবিবার, ১৭ অক্টোবর, বিজ্ঞ বিশপ, দরবেশ ও যাজকদের নেতৃত্বে একটি ধর্মীয় স্মরণসভা অনুষ্ঠিত হবে। পরদিন একটি দল সিনেট অফিস ভবন থেকে মিছিল বের করবে এবং পাকিস্তানে সব সাহায্য বন্ধে তাদের আইনপ্রণেতারা বিচারাধীন বৈদেশিক সহায়তা আইন সংশোধনী সমর্থনে আপিল করবেন।
পাকিস্তান সরকারের পূর্বকল্পিত বিধ্বংসী প্রচারণা এবং বর্তমান সংগ্রামে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার এবং সাহায্যে যারা ক্ষুব্ধ, তাদের সবাইকে অংশগ্রহনের আহবান করা যাচ্ছে।
পূর্ববাংলার ফিলাডেলফিয়া বন্ধুরা বর্তমানে জাতীয় উদ্দানের পুলিশের সাথে সমোঝতা করছে, শিবিরের পাশে হোয়াইটের হাউজেরর সামনে লাফায়েট পার্কের দক্ষিণ প্রান্ত ব্যবহারের জন্য।
পাকিস্তানি নির্মম সামরিক জান্তাদের নৌ বাহিনী ও অস্ত্র সাহায্য বরাদ্দ রাখার ব্যপারে মার্কিন যুক্তরাষ্টের সরকারকে ছাড় দেয়া চলে না। যদি আমরা অবিলম্বে উদ্দোগ না নেই, ভিয়েতনাম ভুলের একটা পুনরাবৃত্তি করা হবে এবং তা অনেক বড় আকারে হবে। আমাদের আপনার সাহায্য চাই।
আরও তথ্যের জন্য যোগাযোগ করুন: ডিক টেলর, বাংলাদেশ ইনফরমেশন সেন্টার।