You dont have javascript enabled! Please enable it! 1971.05.15 | পাকিস্তানের প্রতি জুক্ত্রাস্ট্রের নীতি পরিবরতনের আহবান জানিয়ে এ.ডি.এ কনভেনশন | আমেরিকান্স ফর ডেমোক্রেটিক একশন - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
পাকিস্তানের প্রতি জুক্ত্রাস্ট্রের নীতি পরিবরতনের আহবান জানিয়ে এ.ডি.এ কনভেনশন আমেরিকান্স ফর ডেমোক্রেটিক একশন ১৫ মে ১৯৭১

নংঃ৩৬২
১৯৭১ এ.ডি.এ কনভেনশন
আমেরিকান্স ফর ডেমোক্রেটিক একশন
১৪২৪ সিক্সটিন স্ট্রীট,
ওয়াশিংটন ডিসি ২০০৩৬

প্রাপকঃকনভেনশন
প্রেরকঃ পররাষ্ট্র ও সামরিক নীতি কমিশন
বিষয় ঃপাকিস্থান গৃহযুদ্ধ

যেহেতু পূর্ব পাকিস্থানের মর্মান্তিক অবস্থার কারণ হিসেবে নির্যাতন,সামরিক আইন এবং বাঙালি নেতাদের কৌশলগত অপসারণকে চিহ্নিত করা হচ্ছে।
যেহেতু, ভারতীয় হুমকির সম্মুখীন যেখানে ভারত,চীন,সোভিয়েত ইউনিয়ন এমনকি যুক্তরাষ্ট্র ও অন্তর্ভুক্ত।
এবং যেহেতু যখন কিনা,জাতিসঘের অতিবাধ্যতা ছিলো পূর্ব পাকিস্তানের রক্তাক্ত দ্বৈরথ মেটাবার জন্য সম্ভাব্য সব করা
এখন কাজেই বিভিন্ন নীতি পরিবরতনের মাধ্যমে এডিএ যুক্তরাস্ট্রকে পূর্ব পাকিস্থানের গৃহযুদ্ধ হতে সকল
১/পাকিস্থান সরকারের সাথে সকল প্রকার সামরিক বেসামরিক প্রাণঘাতি অস্ত্র বেচাকেনা ও অন্য সরকার হতে অস্ত্র কেনা বেচার সকল সম্ভাব্নার পথ রোধ।
২/ যেহেতু বৈদেশিক সমর্থনই পূর্ব পাকিস্থানের ওপড় সামরিক অত্যাচারের মুল উৎসাহ তাই সকল প্রকার অর্থনৈতিক,দ্বিপার্শ্বিক ও বহুপারহশিক সাহায্যের পথ অতি দ্রুত বন্ধ করা।নৃশংসতা আর সহিংসতার পালা শেষ করে ৭০ এর ২১শে নভেম্বরে পাকিস্তান আর্মি পূর্ব ও পশ্চিম পাকিস্তানে নিজেদের আগের অবস্থানে ফিরে গিয়ে যথারীতি স্বাধীনভাবে শেখ মুজিবুর রহমানকে পূর্ব পাকিস্তানের নেতা হিসেবে নির্বাচিত করে। শেখ মুজিবের আওয়ামী লীগ পার্টি নাগরিক আইন প্রণয়নের উদ্দেশ্যে ঢাকায় ফিরে যায় এবং রাজধানী ইসলামাবাদে ন্যাশনাল এসেম্বলি বসে। এরপর যুক্তরাষ্ট্র সরকারকে পাকিস্তানের প্রতি তাদের অর্থনৈতিক সহায়তা প্রোগ্রামটি পুনর্বিবেচনা ও পুনর্মূল্যায়ন করতে হবে, বিশেষ করে খাদ্য সরবরাহ, চিকিৎসা গবেষণা ও সরঞ্জামের ব্যাপারে;
৩/সেসকল বাংলাদেশীদের সাহায্য ও সান্ত্বনা প্রদান কর যারা বর্তমানে আমেরিকায় বসবাস করছে ও একদিন স্বদেশের কার্যক্রমে অংশগ্রহণের জন্য ফিরে আসবে|
4/সাধারণ সম্পাদককে প্রস্তাব কর পূর্ব পাকিস্তানের শহর ও গ্রামীণ অঞ্চলে যে ক্ষয়-ক্ষতি ,ধ্বংসকার্য ও অত্যাচার হয়েছিল তার ব্যাপ্তি নির্ণয়ের জন্য একটা ইউ.এন তদন্ত কমিটি গঠন করতে এবং জাতীয় সমাবেশে তার প্রেক্ষিতে একটা প্রতিবেদন প্রদান করতে.( জাপান,ইন্দোনেশিয়া ও মরিশাস্ অথবা অন্যান্য উপযুক্ত দলের দ্বারা কমিটিটি গঠিত হতে হবে, দলগুলোর নিজস্ব মতানুযায়ী কমিটি পরিচালিত হবে)