শিরোনাম | সূত্র | তারিখ |
বিটলস সংগীতানুষ্ঠানে বাংলাদেশে শান্তির জন্য ৫ সহস্রাধিক মার্কিন নাগরিকের যে আবেদনটি প্রচার করা হয়েছিলঃ কংগ্রেস সদস্য বিংহ্যাম | প্রতিনিধি পরিষদের কার্যবিবরণী | ১৭ ডিসেম্বর, ১৯৭১ |
ডিসেম্বর ১৭, ১৯৭১ ই ১৩৭৯১
কংগ্রেশনাল রেকর্ড- মন্তব্য বিশ্লেষণ
পূর্ব বাংলায় শান্তি স্থাপনের জন্য পিটিশন (আবেদন)
মিন্টার বিংহাম, মাননীয় স্পিকার, ১ আগস্ট ১৯৭১ রবিবার, নিউইয়র্ক শহরের মেডিসন স্কয়ারে ৪০,০০০ মানুষ একত্রিত হয়েছিল। অরিজিনাল বিটলস এর কিংবদন্তী দু’জন ব্যান্ড তারাকাসহ ‘বিটলস-ব্যান্ড-গ্রুপ’ সমবেত দর্শকদের জন্য গান পরিবেশন করে। কনসার্টের সকল অর্থই জাতিসংঘের মধ্যস্থতায় পূর্ব-বাংলার বাস্তুচ্যুত অসহায় মানুষদের জন্য পাঠানো হয়েছে।
কনসার্টে ৫,০০০ এর অধিক মানুষ একটি আবেদন পত্রে স্বাক্ষর করে। পশ্চিম পাকিস্তান সরকার অন্যায় ও অন্যায্যভাবে যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যেন সকল প্রকার সহযোগিতা ও সম্মতি তুলে নেয়-সেই মার্কিন সরকারের প্রতি আহবান করে কনসার্টে সমবেত মানুষেরা। সরকারের ১২নং সাংবিধানিক-নীতির ১নং অনুচ্ছেদ সম্পর্কে বলা প্রয়োজন। এই নীতিতে সরকারের পররাষ্ট্রনীতি নির্ধারক কমিটির উল্লেখ আছে।
পূর্ব বাংলা সম্পর্কিত চুক্তি সম্পাদিত হয়েছে। যখন থেকেই চুক্তিটি প্রকাশিত ও প্রচারিত হতে শুরু হয়েছে তখন থেকেই মূলত শান্তি বাস্তবায়ন এগিয়েছে। কিন্তু বাস্তুচ্যুত অভিবাসী সমস্যা প্রকট আকার ধারণ করেছে যা শীঘ্রই সমাধান হওয়া জরুরী।
আবেদন পত্রের বিষয়বস্তু এবং যারা আবেদনে স্বাক্ষর করেছেন তাদের সকলের নামঃ
আবেদন
মানবতার স্বার্থে পূব বাংলায় শীঘ্রই শান্তি ফিরে আনতে হবে। নিরস্ত্র সাধারণ মানুষের উপর সামরিক হামলা অনতি-লম্বে বন্ধ করতে হবে। গৃহহারা, বাস্তু-চ্যুত অভিবাসীদের করুণতর অবস্থার নিরসন করতে হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত অবশ্যই পাকিস্তানী সামরিক বাহিনীর বর্বরোচিত নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। শুধু তাই নয়, পাকিস্তানী জান্তা ও সামরিক শক্তিকে সকল প্রকার সহযোগিতা, বিশেষত আর্থিক সহযোগিতা, বিশেষত আর্থিক সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত থেকে মার্কিন সরকারের সরে আসতে হবে। পূর্ব-বাংলার অসহনীয় দুর্ভোগের নিরসনের আশু পদক্ষেপ নিতে হবে।