You dont have javascript enabled! Please enable it! নৌকমান্ডোর মোক্ষম আঘাত | বাংলা একাডেমীর দলিলপত্র - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
নৌ বাহিনীর গঠন ও তার যুদ্ধ তৎপরতা সূত্রঃ বাংলা একাডেমির দলিলপত্র ১৯৭১

 

নৌকমান্ডোর মোক্ষম আঘাত

দখলদার বাহিনীর ক্ষণায়মান মনোবলে আবারো মোক্ষম আঘাত করল বাংলাদেশি নৌবাহিনী। আগস্ট ও সেপ্টেম্বরে বাংলাদেশি জলযোদ্ধাদের আক্রমণে বেশ কয়টি জাহাজ ডোবার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী বন্দরগুলো গেরিলা আক্রমণ থেকে রক্ষার জন্য নিবিড় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। এতদসত্ত্বেও নৌকমান্ডোগণ সফল ভাবে ‘বারমা জাদে’ নামক একটি গ্রিক তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত করেন। বার্তা সংস্থা এ.পি.-এর প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের ৩ তারিখে চট্টগ্রাম বন্দরে ধারাবাহিক বিস্ফোরণের ফলে পাকিস্তানি তেলবাহী জাহাজ ‘মাহতাব জাভেদ’ ডুবে যায়। প্রতিবেদনে আরও বলা হয়, বন্দর কর্তৃপক্ষ এ বিস্ফোরণের জন্য বাংলাদেশি গেরিলাদের দায়ী করে। এ বিস্ফোরণের জন্য বাংলাদেশি গেরিলাদের দায়ী করাকে আমরা গ্রহণ করছি, আনন্দের সাথে গ্রহণ করছি।

চট্টগ্রাম বন্দরের কিছু পোতাশ্রয় সম্পূর্ণভাবে ব্যাবহার অযোগ্য হয়ে পড়েছে। এসব নৌ আক্রমণগুলো আরও সুদূরপ্রসারী ভুমিকা রেখেছে, লন্ডন ইন্সুরেন্স মার্কেটে বাংলাদেশে যাওয়া আসা করা কার্গো জাহাজের ইন্সুরেন্স হার অনেক উর্ধ্বমুখী হয়ে গেল।