You dont have javascript enabled! Please enable it! 1969.02.21 | মুজিবের মুক্তির উপর গোলটেবিল বৈঠক নির্ভরশীল | দৈনিক পয়গাম - সংগ্রামের নোটবুক

দৈনিক পয়গাম
২১শে ফেব্রুয়ারি ১৯৬৯
মুজিবের মুক্তির উপর গোলটেবিল বৈঠক নির্ভরশীল

রাওয়ালপিণ্ডি, ২০শে ফেব্রুয়ারী।— যত শীঘ্র সম্ভব রাওয়ালপিণ্ডি আগমনের ব্যাপারে শেখ মুজিবর রহমানকে রাজী করানোর জন্য ৬ দফা-পন্থী আওয়ামী লীগের কতিপয় নেতা শেষ মুহূর্তের প্রচেষ্টা চালাইতেছেন। বর্তমানে প্রধানতঃ ইহার উপরই গোলটেবিল বৈঠক অনুষ্ঠান নির্ভর করিতেছে।
পর্যবেক্ষক মহল বলেন যে, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার সাপেক্ষ শেখ মুজিব যদি পিণ্ডি আসিতে রাজী হন এবং গোলটেবিল বৈঠকে অংশ গ্রহণ করেন, তাহা হইলে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হইতে পারে।
প্রকাশ, শেখ মুজিবকে এ ব্যাপারে রাজী করানোর জন্য সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদসহ দলের তিনজন নেতা গতকাল ঢাকা প্রত্যাবর্তন করেন। ‘ডাক’ বৈঠকে অংশ গ্রহণের জন্য ইতিপূর্বে তাহারা রাওয়ালপিণ্ডি আগমন করিয়াছিলেন।
এদিকে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হইবে কিনা, সে সম্পর্কে সরকার পক্ষ নীরব রহিয়াছেন। খাজা শাহাবুদ্দীনের কথা অনুযায়ী ‘ডাক’ পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করিয়া আহ্বায়ক নবাবজাদা নসরুল্লাহ খানকে একক প্রতিনিধি মনোনীত করায় সরকার পক্ষ সুখী হইতে পারেন নাই।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯