You dont have javascript enabled! Please enable it! 1971.04.21 | সিনেটর রবার্ট সি বায়ার্ডকে লিখিত পররাষ্ট্র দপ্তর কর্মকর্তার চিঠি | পররাষ্ট্র দপ্তর - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
সিনেটর রবার্ট সি বায়ার্ডকে লিখিত পররাষ্ট্র দপ্তর কর্মকর্তার চিঠি পররাষ্ট্র দপ্তর ২১ এপ্রিল, ১৯৭১

স্ট্যাট ডিপার্টমেন্ট
ওয়াশিংটন ডি.সি.২ ১

২১ এপ্রিল, ১৯৭১

সম্মানিত রবার্ট সি.বায়ার্ড
যুক্তরাষ্ট্র সিনেট
ওয়াশিংটন ডি.সি. ২০৫২০

জনাব সিনেট বায়ার্ড :

পূর্ব পাকিস্তানের উপর জনাব এবং জনাবা ফ্রেড স্টটলমায়ারের অভিমতের ভিত্তিতে গত ৩০ মার্চ আপনার তদন্ত হাতে পেয়েছি।

পূর্ব পাকিস্তানের সাবেক শান্তি স্বেচ্ছাসেবক সৈন্য হিসেবে,এখানকার দুঃখজনক অগ্রগতিতে স্টটলমায়ারের উদ্বেগ,এবং বিশেষত ইউ.এস-এর সরবরাহকৃত অস্ত্রর ব্যবহার বোধগম্য। প্রকৃত অবস্থা হলো, স্ট্যট ডিপার্টমেন্ট মুখপাত্র বারংবার এই বিষয়গুলোকে গত বিভিন্ন সপ্তাহে দাপ্তরিক বিজ্ঞপ্তিতে উদ্দেশ্য করেছেন।এই বিজ্ঞপ্তি সমূহ, যাই হোক না কেন, সব রকম জনপ্রিয়তা পায়নি যা আমরা প্রাপ্য মনে করি।
পূর্ব পাকিস্তানে সংগঠিত জীবন নাশ ও ক্ষয়ক্ষতির ব্যাপারে আমরা উদ্বেগ জানিয়েছি,এবং আশা হলো শান্তিপূর্ণ অবস্থা সেখানে পূনঃস্থাপিত হবেই।এসব ঘটনার ভুক্তভোগীদের প্রতি আমাদের সহমর্মিতা সম্প্রসারণ করেছি।আমরা আমাদের বিশ্বাস বিবৃত করেছি যে এটা গুরুত্বপূর্ণ যে সাধ্যমতো সব উদ্যোগ নেয়া হবে এই দ্বন্দ্ব শেষ করতে এবং একটি শান্তিপূর্ণ বাসস্থান অর্জন করতে। এসব ঘটনার কারণে যেকোনো মানবিক মুক্তি উপশম প্রচেষ্টার আগ্রহে সমর্থন দিতে আমরা জোর দিয়েছি।আমরা এসব বিষয়ে পাকিস্তান সরকারের সাথেও আলোচনা করেছি এবং তা চালিয়ে যাবো।

জনাবা এবং জনাবা স্টটলমায়ারের উত্থাপিত বিষয়ের জন্য,আমি নিশ্চিত করতে চাই যে,এমন অভিমত গুরুত্বসহকারে ডিপার্টমেন্ট এ বিবেচনা করা হয়েছে। আমাদের মুখপাত্র বিশেষভাবে আমাদের উদ্বেগ বিবৃত করেছেন যখন এমন অবস্থায় আমেরিকান অস্ত্রাদি ব্যবহার হয়েছে। ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে, এই সঙ্কট শুরু হওয়া থেকে পাকিস্তান সরকারকে কোনো অস্ত্র সরবরাহ করা হয়নি এবং পাকিস্তানে সামরিক ক্রয়ের চালানের প্রশ্নে পর্যালোচনা চলছে। পূর্ব পাকিস্তানে একটু স্বাধীন সরকার চিহ্নিতকরণে যুক্তরাষ্ট্রের এমন অনুরোধ পাওয়া থেকে উদিত হয়নি।

‌প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পূর্ব পাকিস্তানে আসন্ন কোনো দুর্ভিক্ষের হুমকি নেই যদিও স্থানীয় খাবারের স্বল্পতা বিদ্যমান থাকতে পারে।আমরা বুঝেছি যে প্রায় ৯০০,০০০ টন খাদ্যশস্য, বড় অঙ্কের ইউএস পিএল-৪০০ গম সমেত, পূর্ব পাকিস্তান সরকারের তহবিলে,বন্দরে অথবা পথে আছে। একটি অতিরিক্ত ৩০০,০০০ টন ইউএস খাদ্যশস্য অনুমোদিত হয়েছে এবং পূর্ব পাকিস্তানের দিকে অগ্রসর হবে, যত দ্রুত সম্ভব প্রেরণ করা যায়।
|দলিল, খণ্ড ১৩, ২০৬ পৃষ্ঠা|

জরুরি প্রয়োজনে বন্দরের বর্তমান অত্যধিক ভীড় এবং পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে খাদ্য বিতরণ সমস্যা সমাধানে আমরা পাকিস্তান সরকার পর্যন্ত নিয়েছি এবং অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই সমস্যা তুলে ধরব নিয়মিত।
‘গত তিন সপ্তাহে’ পূর্ব পাকিস্তানের অবস্থার উপর ডিপার্টমেন্ট এর মুখপাত্রের করা বিবৃতির একটি সংকলনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আমি আপনার উপর বদ্ধ।জনাব এবং জনাবা স্টটলমায়ারকে উত্তর দিতে আশা করি এই তথ্য আপনাকে সাহায্য করবে। যখনই আপনি মনে করেন আমরা সাহায্য পেতে পারি অনুগ্রহ করে আমাকে স্মরণ করবেন।
বিনীত
এস ডি/
ডেভিড এম. এবশায়ার
মহাসভা সম্পর্কিত
সহকারী সচিব

পরিবেষ্টন :
১. বিবৃতির সংকলন
২. ফেরত চিঠিপত্র