শিরোনাম | সূত্র | তারিখ |
স্বাধীন বাংলার সংগ্রামে লেবার পার্টির সমর্থনের আভাস দিয়ে বৃটিশ এমপি মিঃ মিকার্ডোর চিঠি | ব্যক্তিগত চিঠি | ১৩ অক্টোবর, ১৯৭১ |
হাউজ অফ কমনস
প্যালেস চেম্বারস
ব্রিজ স্ট্রিট লন্ডন, এসডব্লিউ ১এ ২জেএক্স
জনাব এম এ এইচ মিয়া বি.কম
৩৭ বিসকট হাউজ
ডেভাস স্ট্রিট
লন্ডন
ই৩ ৩এলজেড
১৩ অক্টোবর, ১৯৭১
সুপ্রিয় জনাব মিয়া, লেবার পার্টির কনফারেন্স থেকে ফেরার পর অবশেষে আমি ধন্যবাদ দেবার সুযোগ পেলাম আপনার ৩ তারিখে পাঠানো চিঠির জন্য। আমি নিশ্চিত আপনি এই কনফারেন্সে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি উত্থাপিত এবং সর্বসম্মতিতে গৃহীত রেজোল্যুশনটি এবং এই কনফারেন্সে এবং কনফারেন্সের বাইরে সন্ধ্যায় অনুষ্ঠিত অন্যান্য সভায় যেসব বক্তব্য রাখা হয়েছে সেসব ব্যাপারেও জেনেছেন। লেবার পার্টির বিশাল একটা অংশ আপনাদের প্রতি সহানুভূতিশীল।
বিনীত
স্বাক্ষরিত
জনাব মিকাডো কর্তৃক নির্দেশিত
এবং তাঁর পক্ষে স্বাক্ষরিত
হতেঃ জনাব ইয়ান মিকাডো
এম,পি