চাঁদপুর
কুমিল্লার চৌদ্দগ্রাম এবং বিবিরবাজার এলাকায় প্রতিরক্ষামূলক ব্যবস্থার থেকে গেরিলা তৎপরতার উপর বেশী জোর দেওয়া হয়েছে। গত একমাসে চাঁদপুরের বিভিন্ন এলাকায় ১৫০ জনেরও অধিক শত্রুসেনা। এবং রাজাকার নিহত হয়। চৌদ্দগ্রাম এবং বিবিরবাজারের নিয়ন্ত্রাধীন এলাকাতে মােট ৫০ জনের বেশী রাজাকার এবং বিশ্বাসঘাতক গত এক সপ্তাহে নিহত হয়। এ অঞ্চল থেকে কুমিল্লা শহরের উপর গােলাবর্ষণ করে শত্রুপক্ষের যথেষ্ট ক্ষতি করা হয়। ৬ই অক্টোবরে কনেসতলাতে এক আক্রমণ চালিয়ে ১৬ জন পাকসেনা নিহত হয়। ১০ তারিখে কালিবাজার আক্রমণ করে ১২ জন পাকসেনা মুক্তিফৌজরা। হত্যা করে।
লড়াই (পূর্বাঞ্চলীয় যুদ্ধ বুলেটিন-১) অক্টোবর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯