You dont have javascript enabled! Please enable it! 1971.10.04 | ২৫০ জন খানসেনা খতম - সংগ্রামের নোটবুক

২৫০ জন খানসেনা খতম

সম্প্রতি চরগাছ এলাকায় মুক্তিবাহিনীর এক সাফল্যজনক অভিযান চালায়। ৪টি লঞ্চে প্রচুর সেনা এবং অস্ত্র নিয়ে এ অঞ্চলে পাকবাহিনী ঘাটি করার চেষ্টা করে। ৪ঠা অক্টোবরে সব থেকে বিরাট লঞ্চটিতে সারি বেঁধে পাক সেনারা দাড়িয়েছিল। মুক্তিবাহিনী অতর্কিত আক্রমণ করে শত্রুপক্ষকে অপ্রস্তুত করে দেয়। লঞ্চটিকে ডুবিয়ে দেওয়া হয়। এ লঞ্চে উপস্থিত সর্বমােট ২৫০ জন পাকসেনা সকলেই নিহত। হয় এবং প্রচুর অস্ত্র ও গােলাবারুদ নদীতে ডুবে যায়। অপর একটি লঞ্চ নগ্রামের নিকট অস্ত্র এবং গােলাবারুদসহ মুক্তিযােদ্ধারা ডুবিয়ে দেয়। এখানে সৰ্ব্বমােট ১০ জন পাকসেনা নিহত হয়।  কসবাহ অঞ্চল থেকে চারগাছের দিকে এ সময় ৩টি স্পীডবােট এবং ১০টি নৌকায় পাকসেনা। অগ্রসর হচ্ছিল এক আতর্কিত আক্রমণে ৩টি স্পিডবােটই ডুবে যায় এবং নৌকাগুলির ক্ষতি হয়, একজন লেঃ কর্ণেল এবং একজন ক্যাপ্টেন সহ ১২ জন পাকসেনা এখানে মুক্তিযােদ্ধাদের হাতে প্রাণ হারায়।

লড়াই (পূর্বাঞ্চলীয় যুদ্ধ বুলেটিন-১)

[ অক্টোবর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯