এবার মুক্তিবাহিনী হানাদার শত্রুর উপর বিমান ও নৌ আক্রমণ চালাবে
সম্প্রতি মুক্তিবাহিনীর পূর্বাঞ্চলীয় বেজ ক্যাম্পে বাংলাদেশ বাহিনীর কমান্ডার ইন চীফ কর্ণেল ওসমানী গেরিলাদের এক সমাবেশে ভাষণ দান কালে ঘােষণা করেন আমাদের বিমান ও নৌ বাহিনী এখন প্রস্তুত। যে কোন মুহূর্তে আমরা শত্রুর উপর মরণ আঘাত হানতে সক্ষম। পূর্বাহ্নে ক্যাম্পে পূৰ্বাঞ্চলীয় কমান্ডার লেঃ কর্ণেল খানের মােসাররফ তাকে স্বাগত সম্ভাষণ জানান। মুক্তি যােদ্ধাদের ‘জয় বাংলা’ ধ্বনির মধ্যে কর্নেল ওসমানী তার ভাষণ শুরু করেন। তিনি মুক্তিযােদ্ধাদের সাফল্যে শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, শত্রু আমাদের প্রচণ্ড গেরিলা আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে। এটা আমাদের যুদ্ধের প্রথম পর্যায়। এর পর আরাে বড় রকমের আক্রমণ আমরা চালাবাে, আরাে ভারী অন্ত্রের সাহায্যে। তুমুল করতালি এবং জয়বাংলা ধ্বনির মধ্যে ঘােষণা করেন নৌ বিমান এবং স্থল বাহিনীর একত্রিত শক্তিতে আমরা আক্রমণ করবাে শত্রু কবলিত ঘাটি। শেষ শক্রটিকেও আমরা জীবিত রাখবাে না। কমান্ডার ইন চীফ ছেলেদের ব্যক্তিগত চরিত্র সব রকম কলুষতা থেকে দূরে রাখার জন্যে উপদেশ দেন। আদর্শের সংগ্রামে আদর্শই হবে প্রধান হাতিয়ার। তিনি দৃঢ় কণ্ঠে সাবধান করে দেন যদি কেউ, মুক্তি বাহিনীর কোন সদস্য কোন বিষয়ে অসৎ পথ বেছে নেয় তাকে চরম শাস্তি দেওয়া হবে। তিনি বাংলাদেশের জনসাধারণকে শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন মুক্তি বাহিনীর পেছনের শক্তি সাত কোটি জনতার গণবাহিনীই বঙ্গবন্ধুর সােনার বাংলাকে মুক্ত করবে।
লড়াই (পূবালীয় যুদ্ধ বুলেটিন-১)
অক্টোবর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯