You dont have javascript enabled! Please enable it! 1971.09.22 | পৃথিবীর বিভিন্ন দেশে ফ্রেন্ডস অব বাংলাদেশ সংস্থা গঠনের সিদ্ধান্ত | স্টেটসম্যান - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
১৮২। পৃথিবীর বিভিন্ন দেশে ফ্রেন্ডস অব বাংলাদেশ সংস্থা গঠনের সিদ্ধান্ত দৈনিক স্টেটসম্যান ২২ সেপ্টেম্বর ১৯৭১

বাংলাদেশের বন্ধুরাঃ বিশ্বসংঘ প্রতিষ্ঠা করতে যাচ্ছে
(আমাদের বিশেষ প্রতিনিধির বরাত দিয়ে)

নয়াদিল্লী, সেপ্টেম্বর ২১.- বাংলাদেশকে নিয়ে করা আজকের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে কয়েকজন প্রতিনিধি সিদ্ধান্ত নিয়েছেন যে তারা বাংলাদেশের বন্ধুদের সমন্নয়ে একটি আন্তর্জাতিক কমিটি তৈরি করবেন যার সদরদপ্তর হবে লন্ডনে।

মিঃ জয়প্রকাশ নারায়ণ, যিনি গতকালের সম্মেলনে সভাপতিত্ব করেন, তাকে কমিটির গঠন চূড়ান্ত করার অনুমোদন দেয়া হয়েছে।

মিঃ ডোনালড চেসওয়ারথ, সম্মেলনের ইংরেজ প্রতিনিধিদের একজন, যাকে আহ্বায়ক করা হয়েছে কমিটি প্রতিষ্ঠার প্রাথমিক কাজগুলো করার জন্য।

এই কমিটি বাংলাদেশ সাহায্য সংস্থাগুলোর সাথে নিবিড় যোগাযোগ রাখবে, বাংলাদেশের উপর তথ্য সংগ্রহ ও প্রচার করবে এবং জাতীয় কমিটি ও জাতীয় সংস্থাগুলোর কাজের সমন্নয় করবে।

আজকের সভায় আরো আলোচনা হয়েছে জাতিসংঘে কিছু করার সম্ভাবনা নিয়ে এবং বাংলাদেশ সরকারের আবেদনের স্বপক্ষে আন্তর্জাতিক রেড-ক্রসকে আহ্বান জানানো হয় বাংলাদেশে ত্রাণকাজ পরিচালনা এবং বিতরনের সরাসরি দায়িত্ব গ্রহন করার জন্য।