শিরোনাম | সূত্র | তারিখ |
১৭৫। গান্ধী শান্তি ফাউন্ডেশন বাংলাদেশের জন্য স্বাধীনতা অভিযাত্রার আয়োজন করবে | হিন্দুস্তান স্ট্যান্ডার্ড | ৮ই সেপ্টেম্বর, ১৯৭১ |
বাংলাদেশ অভিমুখে ‘স্বাধীনতার অভিযাত্রা’
( এক্সপ্রেস নিউজ সার্ভিস)
৭ই সেপ্টেম্বর, কলকাতা- গান্ধী শান্তি ফাউন্ডেশন দ্বারা অক্টোবরের কোন এক সময়ে পূর্ববঙ্গের ’স্বাধীনতা অভিযাত্রা’ সংগঠিত হয়েছিল
অন্তত এক লাখ বাংলাদেশী উদ্বাস্তু যারা বিভিন্ন শিবিরে বসবাস করছে তারা দল প্রতি এক হাজারে তাদের বাড়ীতে ফিরে যাবে এবং স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে সেখানে বসবাস করবে।
তারা পাকিস্থা সরকারের সাথে সহযোগীতা করবে না এবং তাদের নিজেদের এলাকায় নিজেদের প্রশাসনকে সংগঠিত করবে।
গুপ্তচরগিরি করা লাশ হিসেবে তাদের যেভাবে ডাকা হয়, প্রধান রাস্তা দিয়েই তাদেরকে বাংলাদেশে সরানো হবে।
সেই অভিযাত্রায় বিভিন্ন দেশের শান্তিবাদী কর্মীদের অংশগ্রহণ আশা করা হচ্ছে। দুই আমেরিকান, জনাব চার্লি ওয়াকার ও জনাব অ্যালেক্সান্ডার পল যারা পাকিস্তানী জাহাজ ‘পদ্মা’তে যুদ্ধের উপকরণ বোঝাই করাকে প্রতিহত করেছিলেন তারা ইতোমধ্যেই ভারতে পৌঁছেছেন। ‘অপারেশন ওমেগা’র কর্মীদেরও এই অভিযাত্রায় যোগদানের সম্ভাবনা বেশী।
এই ফাউন্ডেশন ইতোমধ্যেই ৫০ জন তরুণকে নির্বাচিত করেছে যারা প্রতিজন ১, ০০০ জন উদ্বাস্তুর নেতৃত্বে থাকবে।
পাক বাহিনী এই অভিযাত্রার অভিমুখে বাঁধা সৃষ্টি করলে অভিযাত্রীরা কি করতে পারেন তা নিয়ে এই সম্মেলনে আলোচনা করা হয়েছে।
এছাড়াও “ওমেগা” প্রতিনিধি শান্তিবাদে বিশ্বাসী জনাব ওয়াকার তাদের সাথে যোগ দিবেন।