You dont have javascript enabled! Please enable it! 1971.10 31 | মেডিক্যাল কোরে অফিসার পদে নিয়ােগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে - সংগ্রামের নোটবুক

মেডিক্যাল কোরে অফিসার পদে নিয়ােগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে

১। বাংলাদেশ বাহিনীর (মুক্তি বাহিনী) মেডিক্যাল শাখায় সর্ট সার্ভিস কমিশণ্ড অফিসার পদের জন্য আবেদন পত্র আহ্বান করা হয়েছে। আবেদনপত্র পৌছানাের শেষ তারিখ ১৫ই নভেম্বর, ১৯৭১। (ক) ঢাকা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, নােয়াখালী ও শ্রীহট্ট জেলার প্রার্থীদের জন্য আবেদনের ঠিকানা ঃ চীফ অফ ষ্টাফ এ পি ও-৯৯। (খ) বাকী সকল জেলা সমূহের প্রার্থীদের জন্য আবেদনপত্র পেীছানাের ঠিকানাঃএসিস্ট্যান্ট চীফ অফ ষ্টাফ (পার্সোনেল) বাংলাদেশ ফোর্সেস হেড কোয়ার্টার মুজিবনগর । ২। প্রার্থীদের যােগ্যতা ঃ(ক) ১৯৭১ সনের ১৫ই নভেম্বরে প্রার্থীদের বয়স অবশ্যই ৩০ বৎসরের অনুর্ধ হতে হবে। (খ) যে কোন অনুমােদিত বিশ্ববিদ্যালয় থেকে এম. বি. বি.এস ডিগ্রীপ্রাপ্ত হতে হবে। (গ) প্রার্থীদের অবশ্যই গণ-প্রজাতান্ত্রিক বাংলাদেশের নাগরিক হতে হবে। ৩। আবেদনপত্রে প্রার্থীদের নাম, শিক্ষাগত যােগ্যতা, বয়স, নাগরিকত্ব, পিতার নাম ঠিকানা, ইত্যাদি বিস্তারিতভাবে দিতে হবে। স্বাঃ নজরুল ইসলাম, জনসংযােগ অধিকর্তা, বাংলাদেশ মুক্তিবাহিনী।

বিপ্লবী বাংলাদেশ ৪১; ১১

৩১ অক্টোবর ১৯৭১ 

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯