You dont have javascript enabled! Please enable it! 1971.05.07 | বাংলাদেশে দুর্দশাগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য ভারতের ৪৪ জন অধ্যাপক, লেখক ও বুদ্ধিজীবীর আবেদন | পুস্তিকা - সংগ্রামের নোটবুক
শিরোনাম সুত্র তারিখ
১২৬। বাংলাদেশে দুর্দশাগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য ভারতের ৪৪ জন অধ্যাপক, লেখক ও বুদ্ধিজীবীর আবেদন পুস্তিকা ৭ মে ১৯৭১

আবেদন

বিশ্ববিবেকের নিকট

ভারতীয় চিন্তাবিদ এবং লেখকবৃন্দের পক্ষ থেকে বাংলাদেশের নির্মমবেদনার প্রেক্ষিতে

সীমান্তে ঘটমান মর্মভেদী ঘটনায় আমরা গভীরভাবে বিচলিত এবং বিস্মিত, সামরিক জান্তা দ্বারা পশ্চিম বঙ্গের নিরস্ত্র জনগণের উপর নির্যাতন চালিয়ে যে অপরাধ করেছে সে প্রেক্ষিতে আমরা বেদনা প্রকাশ করতে আমাদের কন্ঠ তুলেছি।

 

দেশের অখন্ডতা রক্ষার নামে। সামরিক স্বৈরতন্ত্রের হুকুমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠদের বিতাড়িত করা হয়েছে। কিন্তু আইনী ছদ্মবেশে ও রাজনৈতিক মিথ্যা কূটতর্কে এবং তাদের সহস্রাধিককে পঙ্গু করে রেখেছেঃ শুধু সাহসী পশ্চিম বঙ্গের মুক্তিযোদ্ধা ছাড়াও গোটা নীরিহ সাধারণ মহিলা ও শিশু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, যাদের একমাত্র অপরাধ ছিল একটি স্বাধীন গণতান্ত্রিক জাতির, অভিন্ন অংশীদার  হওয়ার আকাঙ্ক্ষা করা। ইহা আমাদের গভীর বিশ্বাস যে তারা যে বলিদান করতেছে এবং যে ভোগান্তি সহ্য করছে তা নিরর্থক হবে না।

 

এমনকি এই যুগে যখন মানব জাতির বিবেক নৈতিক মূল্যবোধের পতনে মূক হয়ে গেছে, তখনও এখানে অগণিত পুরুষ ও নারী আছে গোটা পৃথিবীতে যারা মূল্যবোধ লালন করে মানুষদের মর্যাদাসম্পন্ন করেন। আমরা তাদের পশ্চিম বঙ্গের মানুষদের শ্বাসরোধ করা কান্না শুনার আহবান জানাই। মানবতার নামে, আমরা তাদের নিকট আবেদন করতেছি যে আমাদের সাথে যোগদান করে বিশ্ব মতাবাদকে সুসংহত করে পশ্চিম পাকিস্তানের সামরিক শাসকদেরকে এই কান্ডজ্ঞানহীন  হত্যাকান্ড বন্ধ করতে এবং জনগণের গণতান্ত্রিক  অধিকারসমূহকে সম্মান প্রদর্শন করতে বাধ্য করা।

এস. নুরুল হাসান

সংসদ সদস্য; এডভান্স ইতিহাস শিক্ষার কেন্দ্রীয় পরিচালক, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং খন্ডকালীন পরিদর্শন সহকর্মী, অল-সলস কলেজ অক্সফোর্ড।

 

আব্দুল আলেম,

উপাচার্য,

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

এস. মকবুল আহমেদ

পশ্চিম এশিয়া শিক্ষার কেন্দ্রীয় পরিচালক

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

 

রঈছ আহমেদ

পদার্থবিদ্যা বিভাগ প্রধান

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

 

এস.এ.এইচ আবিদি

অধ্যাপক ফার্সি,

দিল্লী বিশ্ববিদ্যালয়

ড. এস. হুসাইন জহির

প্রাক্তণ সাধারণ পরিচালক। কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইন ইন্ডিয়া, এবং নির্বাহী কমিটির সদস্য, ওয়ার্ল্ড ফেডারেশন অফ সায়েন্টিফিক ওয়ার্কার্স।

 

এ. আল কাজী

পরিচালক, জাতীয় নাট্য স্কুল, এবং এশিয়ান থিয়েটার ইন্সটিটিউট।

 

ড. ওয়াহিদুদ্দিন খান

অধ্যাপক দর্শন।

দিল্লী বিশ্ববিদ্যালয়।

 

ড. কে. জি. সাইয়াদেইন

প্রাক্তন শিক্ষা সচিব।

 

ফ্র্যাংক মোরাইস

প্রধান সম্পাদক, ইন্ডিয়ান এক্সপ্রেস।

কে.পি.এস মেনন

প্রাক্তন বৈদেশিক বিষয়ক সচিব, এবং চেয়ারম্যান, ইন্দো সোভিয়েত সাংস্কৃতিক সমাজ।

ড.ডি.এস. কোঠারী

চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং পদার্থবিদ্যার অবৈতনিক অধ্যাপক, দিল্লী বিশ্ববিদ্যালয়।

ড. স্বরুপ সিং

উপাচার্য, দিল্লী দিল্লী বিশ্ববিদ্যালয়।

 

জনাব মোহাম্মদ আলী কারিম ছাগলা।

প্রাক্তন শিক্ষা কেন্দ্রীয় মন্ত্রী,

এবং প্রাক্তন বৈদেশিক বিষয়ক মন্ত্রী।

জনাব মোহাম্মদ হিদায়াতুল্লাহ

প্রাক্তন প্রধান বিচারপতি।

অধ্যাপক এম. মুজিব

উপাচার্য, জামিয়া মিলিয়া ইসলামিয়া, নয়া দিল্লী।

 

জনাব বদর-উদ-দিন ত্যাবজিত

প্রাক্তন উপাচার্য, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং প্রাক্তন সচিব, বৈদেশিক বিষয়ক মন্ত্রনালয়।

ভি.কে.আর.ভি রাও

প্রাক্তন শিক্ষা কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন উপাচার্য, দিল্লী বিশ্ববিদ্যালয়।

 

সফিক চৌধুরী

অধ্যাপক, স্কুল অফ সোশ্যাল সায়েন্স,

জয়হরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।

নয়া দিল্লী।

 

ড. রমিলা থাপড়

অধ্যাপক, জয়হরলাল নেহরু বিশ্ববিদ্যালয়

নয়া দিল্লী।

এ.এম খুশরু

পরিচালক, ইন্সটিটিউট অফ ইকোনোমিক গ্রোথ,

দিল্লী।

সুখমাই চক্রবর্তী

অধ্যাপক ইকোনোমিক্স, দিল্লী বিশ্ববিদ্যালয়।

ড.পি.বি. গাজেন্দ্রগাদকার

উপাচার্য, বম্বে বিশ্ববিদ্যালয় এবং প্রাক্তন প্রধান বিচারপতি ইন্ডিয়া।

ড. সুনীতি কুমার চ্যাটার্জি

জাতীয় অধ্যাপক মানবিক।

ড.স. গোপাল

কেন্দ্রীয় প্রধান ইতিহাস শিক্ষা

জয়হরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। নয়া দিল্লী, এবং অধ্যাপক দক্ষিন এশিয়ান শিক্ষা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

ড. রানজিনী কোঠারী

পরিচালক, সেন্টার ফর ডেভেলপিং সোসাইটিজ,

দিল্লী।

জনাব জি. পার্থসারাথী

উপাচার্য, জয়হরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, নয়া দিল্লী, এবং জাতিসংঘের প্রাক্তন ইন্ডিয়ার স্থায়ী প্রতিনিধি।

জনাব রাজকাপুর

ফিল্ম ডিরেক্টর, বম্বে।

প্রফেসর রাশিউদ্দিন খান

সংসদ সদস্য, কেন্দ্রীয় রাজনৈতিক উন্নয়ন প্রধান, জয়হরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, নয়া দিল্লী।

 

জনাব এম.এফ হুসাইন্ন

শিল্পী, নয়া দিল্লী।

 

ড. আন্দ্রেবাতেল্লে

অধ্যাপক সমাজবিজ্ঞান,

দিল্লী বিশ্ববিদ্যালয়।

 

ড. এস.এন বোস

জাতীয় অধ্যাপক পদার্থবিদ্যা।

 

ড. দেবী প্রসাদ ছাতোপা ধ্যায়া

সংসদ সদস্য।

 

প্রফেসর তপন রায় চৌধুরী

অধ্যাপক ইকোনোমিক্স ও ইতিহাস

দিল্লী বিশ্ববিদ্যালয়।

 

প্রফেসর সি. ডিউবে

সামাজিক নৃবিদ্যা বিভাগ প্রধান,

সাগর বিশ্ববিদ্যালয়।

 

ড.ভি.পি দত্ত

প্রো-উপাচার্য এবং অধ্যাপক চাইনিজ শিক্ষা,

দিল্লী বিশ্ববিদ্যালয়।

প্রফেসর নীহার রঞ্জন রায়

প্রাক্তন পরিচালক, ইন্ডিয়া ইন্সটিটিউট অফ এডভান্স স্টাডিজ, সিমলা অবসরপ্রাপ্ত অধ্যাপক শিল্পের ইতিহাস, কলকাতা বিশ্ববিদ্যালয়।

 

প্রফেসর জি. তালওয়ার

অধ্যাপক বায়ো-কেমিস্ট্রি, অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স নয়া দিল্লী।

 

ড. তারা চাদ

প্রাক্তন শিক্ষা সচিব। প্রাক্তন উপাচার্য, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, এবং প্রাক্তন ইন্ডিয়ান রাষ্ট্রদূত ইরান।

 

ড. মুলক রাজ আনন্দ

লেখক।

 

জনাব ভি.ভি. জন

উপাচার্য, জুদপুর বিশ্ববিদ্যালয়

 

প্রফেসর এম.এস ভেনকাটরামানি

ডীন স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ

জয়হরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, নয়া দিল্লী।

 

জনাব দেবী প্রসাদ চট্টোপাধ্যায়

লেখক এবং দার্শনিক

 

জনাব সুভাস মূখোপাধ্যায়

লেখক।