You dont have javascript enabled! Please enable it! 1971.10.28 | বাংলাদেশের সংগ্রাম বিচার ও স্বপক্ষে এক জেহাদ -কর্ণেল ওসমানী - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের সংগ্রাম বিচার ও স্বপক্ষে এক জেহাদ

-কর্ণেল ওসমানী

মুজিবনগর বাংলাদেশ মুক্তি বাহিনীর সর্বাধীনায়ক কর্ণেল ওসমানী পাকিস্তানের জঙ্গীশাহীর বিরুদ্ধে সংগ্রামের ছয়মাস মুক্তি উপলক্ষ্যে এক বেতার ভাষণে বলেন-জনগণ যে কোন মূল্যে দেশকে মুক্ত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন এই সংগ্রাম বিচার ও সত্যের স্বপক্ষে এক জেহাদ। সৰ্বাধিনায়ক এক দীর্ঘ বিবৃতিতে বর্তমান সংগ্রামের সামরিক ও রাজনৈতিক পর্যালােচনা করেন   এবং বলেন শেখ মুজিবের মুক্তি জনগণের ৰ্বিাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর এবং পাক হানাদার সৈন্যের অপসারণ করা না হলে বাংলাদেশ প্রশ্নের মীমাংসা হবে না।

বাংলার কথা এ ১ ৪ 

২৮ অক্টোবর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯