রণাঙ্গন সংবাদ
মুিক্তি ফৌজ সূত্র] চিলমারী রণাঙ্গনে গত এক সপ্তাহের মধ্যে বর্বর পাক সেনারা মর্টারের সাহায্যে আমাদের মুক্তি বাহিনীর অগ্রবর্তী ঘাটিগুলির উপর গুলি বর্ষণ করে-কিন্তু আমাদের মুক্তি বাহিনীর জোয়ানরা সাহসের সঙ্গে অনুরূপগুলির দ্বারা তার উত্তরদান করে তাকে নিঃশব্দ করে দেন। রৌমারী দখলে অসমর্থ ও বিপর্যস্ত পাক সেনারা এখন চিলমারী থানার অধিকৃত অঞ্চল তাদের অত্যাচার ও পােড়াও নীতিকে জোরদার করেছে। আর এক সংবাদ প্রকাশ গত ২৪ শে অক্টোবর আমাদের মুক্তি বাহিনীর নির্ভিক জোয়ানগণ ময়মনসিংহ জেলার জামালপুর অঞ্চলে এক আক্রমণ পরিচালনা করে ৬৭ জন পাক সেনাকে খতম করে এবং কিছু সংখ্যাক পাক সেনাকে আহত করে বেশ কিছু অস্ত্র গােলাবারুদ হস্তগত করে। মুক্তি ফেীজের সাফল্যজনক এই অভিযান পরিচালনা করেন মুক্তি ফৌজের অধিনায়ক মেজর আবু তাহের। বিলম্বে পাওয়া এক সংবাদ প্রকাশ গত ১৭ ও ১৮ই অক্টোবর আমাদের দুঃসাহসিক গেরিলা বাহিনীর পৃথক পৃথক দুইটি অভিযানে ময়মনসিংহ- ঢাকা রেল পথ ও তার যােগাযােগ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় ।
অগ্রদূত। ১ : ৯
২৭ অক্টোবর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯