You dont have javascript enabled! Please enable it! 1971.10.20 | ময়মনসিংহ রনাঙ্গন - সংগ্রামের নোটবুক

ময়মনসিংহ রনাঙ্গন

[হারুন হাবিব প্রদত্ত]। সানন্দবাড়ী। ১০ই অক্টোবর-মুক্তিফৌজ গেরিলাগন গত ১২ই অক্টোবর মােমনশাহী জেলার ইসলাম পুর জুট ট্রেডিং করপােরেশন গুদামে অগ্নী সংযােগ করে ৭৫ হাজার মণ পাট পুড়িয়ে দেয়। প্রকাশ থাকে যে, যােগাযােগ ব্যবস্থা বিছিন্ন করে দেওয়ার ফলে বহুদিন যাবত পাট গুদাম জাত ছিল। এই তারিখে জামালপুরের উত্তরাংশের ধানুয়ার মুক্তি অঞ্চলের দিকে পাক সেনারা রাতের অন্ধকারে। অগ্রসর হলে প্রহরারত স্বাধীনতা যােদ্ধাদের গুলিতে ২৭ জন পাক সৈন্য নিহত হয় এবং বেশ কিছু সংখ্যক অস্ত্র-শস্ত্র মুক্তি ফৌজের হাতে আসে। গত ১৪ই অক্টোবর গেরিলারা বাহাদুরাবাদ ঘাটের পাক ঘাটিতে অতর্কীত আক্রমণ চালিয়ে ১০ জন দুস্য সেনা ও ১৩ জন রাজাকারকে হত্যা করে। এই আক্রমণে পাকসেনাদের বহু সংখ্যক গােলাবারুদ মুক্তিসেনারা ধ্বংস করে দেয়। অপরদিকে নেত্রকোনা মুহকুমার কলমাকান্দা, মদন, বারহারী এবং গফর গাও রেলওয়ে স্টেশন অতর্কীত আক্রমণ চালিয়ে কমপক্ষে ৫০ জন পাকসেনা এবং দালালকে হত্যা করে।

[জয়নাল আবেদীন প্রদত্ত] মােল্লার চর। ১৭ই অক্টোবর-পাক জল্লাদ বাহিনীর বিরাট বিরাট নৌকা অনুমানিক এক লক্ষ বিশ হাজার টাকা মূল্যের রসদপত্র দিয়ে ঢাকার সাভার থেকে রওয়ানা দিয়ে ফুল ছুড়ি ঘাটের কাছাকাছি পেীছিলে আমাদের জলপথের অতন্ত্র প্রহরারত মুক্তি বাহিনীর বীর সেনাগণ ক্যাপটেন আঃ হামিদের নেতৃত্বে উক্ত রসদ বােঝাই নৌকাগুলিকে অবরােধ করে এবং মুক্ত অঞ্চলের প্রশাসকের নিকট অর্পণ করেছে বলে প্রকাশ।

অগ্রদূত।১: ৮।

২০ অক্টোবর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯