You dont have javascript enabled! Please enable it! 1971.10.18 | বাংলাদেশের অভ্যন্তরে - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের অভ্যন্তরে

গত শুক্রবার হবিগঞ্জের ২০ মাইল উত্তর-পশ্চিমে মুক্তিফৌজের আক্রমণে টহলদারী সৈন্য দলের বহু হতাহত হয়েছে। গত দুদিনে শ্রীহট্ট অঞ্চলে রাধানগর ও জয়ন্তীপুরে মুক্তিফৌজ ও পাক বাহিনীর সংঘর্ষে ১২ জন পাক সৈন্য নিহত ও ৩৮ জন আহত হয়েছে। কার গােয়াল কে দেয় ধুয়া? ইসলামাবাদে ঘােষণা করা হয়েছে যে, ১৮ই ডিসেম্বর থেকে ৭ই জানুয়ারীর মধ্যে বাংলাদেশ প্রাদেশিক আইনসভার ৮৮টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। অযােগ্যতার দরুণ এবং এক জনের মৃত্যু হেতু এই আসনগুলি খালি পড়েছে বলে বলা হয়। পাক বেতারে এ-ও বলা হয়েছে যে, মনােনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১লা নভেম্বর মনােনয়ন।  

পত্র পরীক্ষার তারিখ ২রা নভেম্বর এবং নাম প্রত্যাহারের শেষ তারিখ ৭ই নভেম্বর। বাংলায় পাঞ্জাবী পুলিশ (বাংলাদেশে এখন পাঞ্জাবী পুলিশ আমদানি করা হয়েছে) ও ৮জন খান পুলিশ নিহত হয়েছে। তাছাড়া ৬৬টি খান সেনাদের রাইফেল মুক্তি ফৌজের হস্তগত হয়েছে। মুক্তি ফৌজ খান সেনাদের ২টি লঞ্চ ও একটি গান বােট ধ্বংস করেছে ও একটি লঞ্চ হস্তগত করেছে।

সংগ্রামী বালা (১) আলী আসাদ সংখ্যা ।

১৮ অক্টোবর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯