বাংলাকে দিয়েছে যারা বিকিয়ে তাদের ক্ষমা নেই-ক্ষমা নেই
কুখ্যাত মােনায়েম খাঁ নিহত ১৩ই অক্টোবর, বাংলার বীর বিজয়ী মুক্তি যােদ্ধারা স্বৈরাচারী আইয়ুবের দারুণ কুখ্যাত গভর্নর মােননয়ম খাকে গুলি করে হত্যা করেছে। শত্রু কবলিত ঢাকা বেতার থেকেও এ সংবাদ প্রকাশিত হয়েছে। | বিগত ১৯৬৯ সালের গণ অভুত্থানের পর মােনায়েম খাঁ চাকরী হারিয়ে ক্যান্টনমেন্টের মধ্যে আত্মগােপন করে ছিলেন এতদিন কিন্তু পাপের প্রায়শ্চিত্ত একদিন না একদিন মানুষকে করতেই হয়। মােনায়েম খর পাপ তাই তাকে মুক্তি দিলনা। বিগত ৬৯এর অভ্যুথানে, এই কুখ্যাত মােনায়েমের নির্দেশেই বাংলাদেশের বুকে হাজার হাজার মানুষের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। ৬৯’ এর শহীদের আত্মা জানিনা এতেও তৃপ্ত হয়েছে কিনা, তবে আজকের বিক্ষুব্ধ বাংলাদেশ বেঈমান বিশ্বাসঘাতক মােনায়েম খাঁর মৃত্যুতে পরিতৃপ্ত হয়নি। বাংলার মানুষ পরিতৃপ্ত হবে সেইদিন যেদিন বাংলার বুক থেকে সমস্ত বিশ্বাসঘাতকরা নিশ্চিহ্ন হয়ে যাবে।
বিপ্লবী বাংলাদেশ ॥ ১; ১
১৭ অক্টোবর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯