You dont have javascript enabled! Please enable it! 1971.10.15 | হতাহতের খতিয়ান | সেপ্টেম্বর ১৯৭১ - সংগ্রামের নোটবুক

খতিয়ান

গত মাসে পাকিস্তান সামরিক বাহিনীর ২২ জন অফিসার ও চার হাজারেরও বেশী সৈন্য, রাজাকার ও জল্লাদবাহিনীর লােক নিহত হয়। বীর মুক্তি যােদ্ধারা রণাঙ্গনে প্রায় আড়াই হাজার কমান্ডাে আক্রমণে উক্ত সৈন্য খতম করেছে। এখানে সৈন্যবাহিনীর সদর কার্যলয়ের হিসাবে একথা জানা এছাড়া রসদ ও অস্ত্রের অভাবে অগ্রবর্তী ঘাটিতে পাকিস্তানী সেন্যদের মনােবল ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। প্রাথমিক খবরে জানা যায় যে গেরিলা যােদ্ধারা ঐ সময়ের মধ্যে ৯৩টি গুরুত্বপূর্ণ সড়ক ও রেল  সেতু উড়িয়ে দিয়েছেন এবং ৪৯টি ট্রাক ও জীপ ধ্বংস অথবা অকেজো করেছেন। ৯টি বিভিন্ন স্থানে সৈন্যবাহী ট্রেনগুলােকে লাইনচ্যুত করেছেন। চাটগাঁ ও চালনা বন্দরে মুক্তি বাহিনীর গেরিলা যােদ্ধারা ৩টি বড় জাহাজ ও ১টি ট্যাঙ্কার হয় ডুবিয়ে দিয়েছেন অথবা ক্ষতি করেছেন। সৈন্যবাহী একটি বড় ষ্টীমার, ১১টি লঞ্চ ও কয়েকটি গানবােটের ক্ষতি করা হয়েছে অথবা অকেজো করে দেওয়া হয়েছে। ব্যাপক অঞ্চলে মুক্তিযােদ্ধারা রেলওয়ে ব্যবস্থা ও টেলিযােগাযােগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। এ সব অপারেশনের সময় মুক্তিবাহিনী ৯১৮টি রাইফেলসহ প্রচুর পরিমাণে অস্ত্র ও গােলাবারুদ শদের কাছ থেকে দখল করে নিয়েছেন। রেশন ও প্রয়ােজনীয় অস্ত্রশস্ত্র এবং গােলাবারুদের অভাবে ময়মনসিংহ জেলার অগ্রবর্তী ঘাটির খান সেনাদের মনােবল উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

জয়বাংলা (১) ৪১; ২৩

১৫ অক্টোবর ১৯৭১ 

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯