You dont have javascript enabled! Please enable it! 1971.10.08 | সেচ্ছাসেবক সৈন্যদল তাদের দায়িত্ব পালন করছে | দ্যা নেশন - সংগ্রামের নোটবুক
       শিরনাম সংবাদ পত্র       তারিখ
স্বেচ্ছাসেবী দলের প্রশংসনীয় কাজ       দা নেশন

ভলিউমঃ ১ নংঃ ২

 

৮ অক্টোবর ১৯৭১

 

সেচ্ছাসেবক সৈন্যদল তাদের দায়িত্ব পালন করছে

বাংলাদেশের মুক্ত অঞ্চল গুলোতে বাংলাদেশে সেচ্ছাসেবক সৈন্যদল এক প্রতিষ্ঠান পরিচালনা করে, সেখানে ও সেনা ছাউনিতে ভ্রমণ ছিল এক অতুলনীয় অভিজ্ঞতা । সৈন্যদল সেখানে শিশু বিদ্যালয়, সূচিকর্ম বিদ্যালয় নানা রকম উদ্যোগ নিয়েছে শিশুদের মস্তিষ্কের পূর্ণাঙ্গ ব্যবহার করতে যাতে সে নারী পুরুষ কে শ্রমের ভিত্তিতে শ্রদ্ধা করেতে শেখে ।
একটি সেনা ছাউনিতে ভ্রমণের সময় সেচ্ছাসেবক সৈন্যদলের সভাপতী জনাব রহমত আলী বিবৃতি দিচ্ছিলেন সেচ্ছাসেবক সৈন্যদল সীমিত সম্পদ ও ক্ষমতা মধ্যে এই প্রতিষ্ঠান চালাবে । সে আশাবাদী যে পূর্ণাঙ্গ স্বাধীনতার পর এই সৈন্যদল বড় চাকরী নিতে সক্ষম হবে , যেমন ধরা যায় উদ্বাস্তুদের পুনর্বাসন, যে নিজের জীবনের নিরাপত্তার জন্য ভারত যাবে ।

সামান্য আপ্যায়নে সময় রহমত আলী ঘোষণা দিল “আমাদের প্রকৃত ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এবং সেই দিন খুব বেশি দূরে নয় যখন আমরা আমাদের নিজ অধীকারে ফিরে আসবো” ।

এই উপলক্ষকে লক্ষনীয় করে ছোটছোট বালক বালিকারা প্যারেড করে জাতীয় সঙ্গীত গায় । বাচ্চারা সভাপতীকে স্বাগত জানিয়ে চিৎকার করে বলে “জয় বাংলা” ।