শিরোনামঃ ২১৬। গভর্নর মালিক ও পূর্বাঞ্চলীয় সামরিক অধিনায়কের কাছে প্রেরিত প্রেসিডেন্ট ইয়াহিয়ার তার বার্তাঃ যুদ্ধ বিরতির ক্ষমতা প্রদান
সূত্রঃ এডভোকেট আমিনুল হক
তারিখঃ ১৪ ডিসেম্বর, ১৯৭১
.
অগ্রগণ্য ব্যবস্থা গ্রহণ পাক আর্মি প্রত্যাহার জরুরী তারিখ সময়
১৪ ১৩৩২
গ্রুপ
নিরাপত্তা শ্রেনীবিভাগ
প্রেরণকারীর নম্বর
৬০০ ১৩
হইতেঃ গভর্নর পূর্ব পাকিস্তান।
প্রতিঃ কমান্ডার পূর্ব পাকিস্তান কমান্ড।
তথ্যঃ রাষ্ট্রপতির পক্ষ থেকে গভর্নর ও জেনারেল নিয়াজীর জন্য আত্মসমর্পণ করার জন্য ফ্ল্যাশ বার্তা। আপনারা অপ্রতিরোধ্য শত্রুর বিরুদ্ধে একটি বীরত্বপূর্ণ যুদ্ধ লড়েছেন। জাতি এবং বিশ্বের কাছে তা প্রশংসার দাবি রাখে। একজন মানুষের পক্ষে সমস্যার গ্রহণযোগ্য একটা সমাধান যেভাবে সম্ভব সেভাবে করার সর্বাত্মক চেষ্টা করেছি।
আপনারা এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছেন যেখানে আর জোরজবরদস্তি করা মানবিক দিক থেকে সম্ভব নয় এবং তা তাতে আমাদের কোনো উদ্দেশ্যও সাধন হবে না। পরবর্তিতে আমাদের আরোও ধ্বংস অনিবার্য এবং প্রাণহানি হবে। আপনাকে এখন অতিসত্তর যুদ্ধ বন্ধ এবং পশ্চিম পাকিস্তানের সৈনিকদের জীবন বাচানোর জন্য এবং সম্পত্তির রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
ইতোমধ্যে আমি জাতিসংঘ কে অনুরোধ করেছি যাতে আমাদের পশ্চিম পাকিস্তানের সকল সৈন্য বাহিনীর এবং সম্ভাব্য হামলার শিকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিতে ভারতকে চাপ দেওয়া হয়।