You dont have javascript enabled! Please enable it!

শিরোনামঃ ২১০। প্রতিষ্ঠান সমূহে বোমা বিস্ফোরণের দায়দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের, এই মর্মে শিক্ষা বিভাগের একটি চিঠি
সূত্রঃ সরকারী দলিলপত্র উদ্ধৃতিঃ এক্সপেরিয়েন্স প্রাগুপ্ত
.
পূর্ব পাকিস্তান সরকার
শিক্ষা অধিদপ্তর
সাধারন বিভাগ
.
.
নং: জি/১-১৩-৭১-১৩৪০(৮)ইডেন তারিখ- ৩-১২-৭১

হইতে: জনাব জয়নুল আবেদীন, ইপিএসএস
সেকশন অফিসার: পূর্ব পাকিস্তান সরকার
প্রতি,
……
উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
সরকার এটাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে দেশের সরকারি বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এটা অবগত করা উচিত যে তাদের প্রতিষ্ঠানে যদি ভবিষৎ এ কোনো বোমা বিস্ফোরন হয় তাহলে তার জন্য তারা নিজেরা দায়ী থাকবে।
এসডি/ জয়নুল আবেদিন
সেকশন অফিসার (জি)