You dont have javascript enabled! Please enable it! 1971.11.25 | সরকাররের সিদ্ধান্ত দুষ্কৃতকারী ধরে দেয়ার পুরষ্কার ঘোষণা | দৈনিক পাকিস্তান - সংগ্রামের নোটবুক

শিরোনামঃ ২০৫। দুষ্কৃতকারী ধরে দেয়ার পুরষ্কার ঘোষণা
সূত্রঃ দৈনিক পাকিস্তান
তারিখঃ ২৫ নভেম্বর ১৯৭১
.
সরকাররের সিদ্ধান্ত
দুষ্কৃতকারী গ্রেফতার বা খবরের জন্য
পুরষ্কার দেওয়া হবে
.
যে সব অনুগত্য ব্যক্তি দুষ্কৃতকারীদের গ্রেফতারের মত নির্ভরযোগ্য খবর দেবে বা নিজেরা দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনপ্রয়োগকারী সংস্থাসমূহের কাছে পেশ করবে সরকার তাদের যথোপযুক্ত পুরষ্কার দেবার সিদ্ধান্ত নিয়েছেন বলে গতকাল বুধবার এক প্রেসনোটে জানান হয়েছে।

ক) দুষ্কৃতকারী গ্রেফতার অথবা দুষ্কৃতকারীদের সাথে সফল মোকাবেলার জন্য খবর দেওয়ার জন্য ৫০০.০০ টাকা।

খ) ভারতের ট্রেইনিং প্রাপ্ত দুষ্কৃতকারী গ্রেফতারের জন্য ৭৫০.০০ টাকা।

গ) রাইফেল, বোমা, বা ডুপ্লিকেটিং মেশিন বা অপরাধ করা যায় এমন অন্য কোন আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারের জন্য ১০০০.০০ টাকা।

ঘ) দুষ্কৃতকারী দলের নেতা গ্রেফতারের জন্য ২০০০.০০ টাকা

বিপুল পরিমাণ অস্ত্রসহ উদ্ধার অথবা দুষ্কৃতকারীদলের নেতা গ্রেফতারের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত বড় অংকের পুরষ্কার দেবার বিষয় বিবেচিত হতে পারে।

জেলা পুলিশ সুপারিনটেডেন্ট ১ হাজার টাকা পর্যন্ত পুরষ্কার মঞ্জুর করতে পারবেন।

দুষ্কৃতকারীদের শ্রেণীবিভাগ নিম্নরূপ হবেঃ
ক। তথাকথিত মুক্তিবাহিনীর নিয়মিত সদস্য, তথাকথিত মুক্তিবাহিনী ভর্তিতে সাহায্যকারীরা ।
খ। স্বেচ্ছায় বিদ্রোহীদের খাদ্য, যানবাহন ও অন্যান্য দ্রব্য সরবরাহকারী।
গ। স্বেচ্ছায় বিদ্রোহীদের আশ্রয়দানকারী।
ঘ। বিদ্রোহীদের ‘ইনফরমার’ বা বার্তাবাহকরুপে যারা কাজ করে এবং
ঙ। তথাকথিত মুক্তিবাহিনী সম্পর্কিত নাশকতামূলক লিফলেট, প্যাম্পলেট, প্রভৃতির লেখক বা প্রকাশক।