সংবাদপত্রঃ মুক্তবাংলা
তারিখঃ ২ ডিসেম্বর, ১৯৭১
সম্পাদকীয়
আমি মুক্তিযোদ্ধা। বিশ্বের অত্যাচারিত শোষিত-নিপীড়িত জনগণের অধিকার আদায়ের যুদ্ধে আমি একান্ত আপনার হয়ে জনগণের পাশে ছিলাম-আছি,থাকবো।
জল্লাদ ইয়াহিয়ার হানাদার পশুদের নারকীয় হত্যাযজ্ঞের হিংস্র থাবা আজও চলছে বাংলার পথে ঘাটে মাঠে।তাজা মগজের রক্তপিণ্ড আজও লেগে আছে ঘরের দেয়ালে দেয়ালে। আজও চলছে নারী-পুরুষ আবাল বৃদ্ধা-বনিতার জীবন্ত সমাধি,ধর্ষিতা হচ্ছেন বাংলার মা বোন।ছিনিয়ে নেয়া দুধের শিশুর আর্তনাদে দিশেহারা হচ্ছেন বাংলার দুঃখিনী মা।আমি পশু শক্তির সম্মুখে-জীবন্ত সন্ত্রাস। পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিবাদের মুখে হারিকেন,টর্নেডো-সাইক্লোন। আমি হত্যা করবো ধ্বংস করবো জল্লাদ ইয়াহিয়ার পশু শক্তিকে।রক্তের বিনিময়ে গেয়ে যাবো জীবনের জয়গান।
স্বাধীন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের পরিচালিত মুক্তিযুদ্ধে প্রতিটি মুক্তিকামী মানুষের ইস্পাতদৃঢ় মনোবল রয়েছে।মুক্তিযুদ্ধের চুড়ান্ত পর্যায়ে আমরা উপনীত। জয় আমাদের সুনিশ্চিত। “জয়-বাংলা,জয় মুক্তিযোদ্ধা-জয় শেখ মুজিব”
“রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো-এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বোই ইনশাল্লাহ। -বঙ্গবন্ধু’