You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সংবাদ পত্র তারিখ
*কেন বাংলাদেশের এই স্বাধীনতা সংগাম

*ভেবে দেখুন কর্ত্যব্য পালন করুন

মুক্ত বাংলা

১ম বর্ষঃ ৩য় সংখ্যা

০৪ অক্টোবর ১৯৭১

 

কেন বাংলাদেশের এই স্বাধীনতা সংগাম

১। পশ্চিম পাকিস্তান বাংলাদেশের রাজনৈতিক অধিকার হরন করেছে।
২। জনগণের মধ্যে সৃষ্টি করেছে অর্থনৈতিক দুঃসহ যাতন।
৩। বাংলার মানুষকে ওরা ক্রীতদাস করেই রাখতে চায়।

খুনী ইহাহিয়ার বিরুদ্ধে বিশ্বজনগণের রায়ঃ

১। ইহাহিয়া খান হিটলারকেও লজ্জা দিয়েছে।
২। বাংলাদেশে এই বিভৎস নিধনযজ্ঞ, এই নৃশংস হত্যাকান্ডের সামনে অন্য সব হত্যাকান্ডই ম্লান হয়ে গেছে।
৩।গণহত্যা ও ধ্বংশলীলা কলংকময় ইতিহাস খুজলে হিটলারের নিধন শিবির অথবা চেঙ্গিস খান বা তৈমুরলঙ্গের নৃশংসতার কাহিনীতে এরূপ হত্যাকান্ডের মিল পাওয়া দুষ্কর হবে।

ভেবে দেখুন কর্ত্যব্য পালন করুন

১। বাংলাদেশের লোকসংখা সাড়ে সাত কোটি।
২। বাংলাদেশে পাকিস্তানী সৈন্য রয়েছে ৫০ হাজার। কাজেই প্রত্যেকটা পাকিস্তানী সৈন্যকে একা ১৫ হাজার বাঙ্গালীর সাথে যুদ্ধ করতে হবে।
তা কি সম্ভব?
৩।সিলেট জেলার লোকসংখ্যা ৫০ লক্ষ।
৪। সিলেট জোয় পাকিস্তানী সৈন্য সংখ্যা প্রায় ৫ হাজার। সুতরাং প্রত্যেকটি পাকিস্তানী সৈন্যকে ১০ হাজার লোকের সঙ্গে লড়তে হবে।
সেটা সম্ভব নয় কি?
৫। বাংলাদেশে গ্রামের সংখ্যা ৬৮ হাজার। অতএব একটি গ্রামের ভাগে পড়ে ১ জন সৈন্য।
৬। বাংলাদেশের মুক্ত অঞ্চলে প্রায় ৪০ লক্ষ যুবক ঘোরাফেরা করছে।
৭।পাকিস্তানী সৈন্যদেরকে প্রায় ৩ হাজার মাইল দূরত্ব ভিন্ন দেশের মধ্য দিয়ে অতিক্রম করে আসতে হয় বাংলাদেশে।
ওদের নির্মুল করতে হলে চাই –
ঐক্য শৃঙ্খলা ও দেশাত্মবোধ সুষ্ঠু সংগঠনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের এগিয়ে দেয়া। এ পর্যন্ত আমরা ৩০০ অফিসার সহ ২৫ হাজার পাকিস্তানী সৈন্য খতম করেছি। তাদের তুলনায় আমাদের নিহতদের খুবই সামান্য, ১৪০ ভাগ মাত্র।
অঅপনি নিজের কর্তব্য পালন করছেন কি?

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!