শিরোনাম- ১৫৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট পূর্ব পাক সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের একটি চিঠি
সূত্র- সরকারি দলিলপত্র উদ্ভুতঃ এক্সপেরিয়েন্স অব এন এক্সাইল এট হোম
তারিখ- ৪ জুন, ১৯৭১।
গোপনীয়/অতিসত্বর
পূর্ব পাকিস্তান সরকার
শিক্ষা মন্ত্রণালয়
৪ জুন, ১৯৭১।
সাং/সিঃনঃ/৪৮২ (৭)- ইডিএন
থেকে- জনাব এ এন কলিমুল্লাহ
পূর্ব পাকিস্তান সরকারের উপ-সচিব।
বরাবর- উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়,
ঢাকা।
১ লা জুন ১৯৭১ থেকে সকল শিক্ষকদের, পলিটেকনিক ও অন্যান্য সব
কারিগরি প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ও সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিজ নিজ দায়িত্বে থেকে রিপোর্ট করতে বলা হচ্ছে। শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতি এবং ব্যাবস্থা নিতে বলা হচ্ছে তাদের পরবর্তি কার্যদিবস ২রা আগস্ট, ১৯৭১ থেকে দায়িত্ব পুনঃগ্রহন থেকে নির্ধারিত তারিখে ক্লাস শুরু হওয়া পর্যন্ত।
তাদেরকে অনুরোধ করা হচ্ছে এই নতুন কার্যদিবস অনুযায়ী তাদের কার্যক্রম সাজিয়ে সেটি বিভাগ কর্তৃক ত্বরিত প্রণীত করার জন্য। শিক্ষকদের অবশ্যই পূর্ন কার্যদিবস অফিসে অবস্থান করতে হবে। এর অন্যথায় হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
সাং/- এ.এন.কালিমুল্লাহ
০৪.০৬.৭১।