You dont have javascript enabled! Please enable it! 1971.06.03 | শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্পর্কে ১৪৯ নম্বর সামরিক বিধি জারী | দৈনিক পাকিস্তান - সংগ্রামের নোটবুক

শিরোনামঃ ১৫৭। ১৪৯ নম্বর সামরিক বিধি জারী
সুত্রঃ দৈনিক পাকিস্তান
তারিখঃ ৩ জুন, ১৯৭১

শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্পর্কে
১৪৯ নম্বর সামরিক বিধি জারী
গতকাল বুধবার ‘খ’ অঞ্চলের সামরিক প্রশাসক লেঃ জেঃ টিক্কা খান কতৃক জারীকৃত ১৮৯ নম্বর সামরিক বিধির বিবরণ নিচে দেওা হলঃ-
(১) ১৯৭১ সালের ২১শে মে স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত সময়সূচী মত বিশ্ববিদ্যালয় সহ সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খোলা হবে।
(২) নির্ধারিত তারিখে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কাজে যোগদান করবেন। অতিরিক্ত ১৫ দিন সময়ের মধ্যে (গ্রেস পিরিয়ড) পুনরায় কাজে যোগদানে ব্যর্থ হলে তারা চাকুরী থেকে বরখাস্ত হওয়ার গণ্য হবেন এবং নিদ্রিষ্ট ক্ষেত্রে ২৫ নম্বর সামরিক বিধি অনুসারে সামরিক আদালতে বিচার করা হবে।
(৩) এই নির্দেশ বলে ‘খ’ অঞ্চলের সামরিক আইন কতৃপক্ষের জারীকৃত ১২১ নম্বর বিধি বাতিল করা হল।
এপিপি এ খবর পরিবেশন করেছে।